‘বিয়ের অনুষ্ঠান কবে বলতে পারছি না’

ফারিয়া শাহরিন। ছবি: সংগৃহীত

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে পথচলা শুরু ফারিয়া শাহরিনের। টিভি নাটক বেশি করলেও, একটি সিনেমায়ও অভিনয় করেছেন। বেশ কিছুদিন বিরতি শেষে নতুন করে শুরু করেছেন শুটিং।

সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন ফারিয়া শাহরিন।

ছবি: সংগৃহীত

বিরতি শেষে সম্প্রতি কাজে ফিরেছেন। নতুন কাজ সম্পর্কে জানতে চাই।

সম্প্রতি কুহক কাল নাটকের শুটিং করেছি। আমার বিপরীতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। পরিচালনা করেছেন অলক হাসান। এছাড়া রাকেশ বসুর পরিচালনায় হিট ম্যান নাটকের শুটিংও শেষ করেছি। ইচ্ছে আছে নিয়মিত নাটকে অভিনয় করার।

ছবি: সংগৃহীত

চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?

দারুণ অভিজ্ঞতা হয়েছে। চঞ্চল চৌধুরী অনেক বড় মাপের অভিনেতা। সহশিল্পী হিসেবে অসাধারণ। শতভাগ সহযোগিতা পেয়েছি তার কাছ থেকে। কোনো অহংকার নেই। তার সঙ্গে কাজ করে খুবই কমফোর্ট ফিল করেছি। সহশিল্পী যদি ভালো হন তাহলে কাজ করতে সুবিধা হয়, কাজটিও সুন্দর হয়।

একজন অভিনয়শিল্পী হিসেবে কী ধরণের নাটকে অভিনয়ের অফার বেশি পান?

প্রেম-ভালোবাসার নাটকের অফারই বেশি আসে। যত স্ক্রিপ্ট বা গল্প শুনি প্রেমের বা ভালোবাসার। কিন্তু এরকম গল্পে কাজ করতে চাই না। থ্রিলার আছে তেমন কাজ বেশি করতে চাই। একটু অন্যরকম হবে গল্পটা। যে চরিত্রে অভিনয়ের যথেষ্ট সুযোগ আছে, যেখানে কাজ করে তৃপ্তি পাব। দর্শকরা মনে রাখবেন। তেমন কাজই বেশি করতে চাই।

ছবি: সংগৃহীত

একটি মাত্র সিনেমায় অভিনয় করেছেন। আরও সিনেমা না করার কারণ কী?

সিনেমার অফার যে পাইনি তা কিন্তু নয়, অনেক পেয়েছি। কিন্তু করিনি। আকাশ কত দূরে নামে একটি সিনেমা করেছিলাম। এখন ওটিটিতে ভালো ভালো কাজ হচ্ছে। সে সব কাজের অফার আসছে। ওটিটিতে কাজ করতে চাই। কিন্তু মনের মতো কিংবা ভালো গল্প ও চরিত্র হতে হবে। অনেক কাজ না করে অল্প কাজ করতে চাই। ভালো কাজের সঙ্গে থাকতে চাই।

অভিনয় নিয়ে আপনার স্বপ্ন...

শুধুই ভালো এবং ভালো কাজ করা। ভিন্ন গল্পে কাজ করা, যার জন্য দর্শকরা অনেক বছর আমাকে মনে রাখবেন। চ্যালেঞ্জ নেওয়া যায় তেমন কাজও আমাকে টানে।

ছবি: সংগৃহীত

জনপ্রিয়তাকে কীভাবে দেখেন?

অবশ্যই পজেটিভ চোখে দেখি। ভীষণ ভালো লাগে। এটা এক ধরণের আশীর্বাদ। সবাই জনপ্রিয়তা পান না। কেউ কেউ পান। কাজেই ভালো লাগে বিষয়টি।

এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি। আপনার বিয়ের অনুষ্ঠান কবে? বাগদান তো হয়েছে বেশ আগে।

বলতে পারছি না কবে নাগাদ বিয়ের অনুষ্ঠান। যখন হবে সবাই জানবেন। সবাইকে জানাব। আপাতত কিছুই বলতে পারছি না।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

8h ago