বিয়ে আগামী বছর তবে সিনেমা ছাড়ব না: আঁচল

চিত্রনায়িকা আঁচল আগামী বছর বিয়ের পিঁড়িতে বসছেন। তার হবু বর কণ্ঠশিল্পী সৈয়দ অমি। গত কয়েক মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা।
আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে আঁচল বলেন, 'করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরে ভালো দিনক্ষণ দেখে বিয়ের আয়োজন করা হবে। তবে, বিয়ের পর সিনেমা ছাড়ব এমন সংবাদ সত্য নয়।'
আঁচল ২০১১ সালে 'ভুল' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন। নায়িকা হিসেবে শাকিব খান, আরিফিন শুভ, বাপ্পীসহ অনেকের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
আঁচল অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো: 'মেন্টাল', 'সুলতানা বিবিয়ানা', 'জটিল প্রেম', 'প্রেমপ্রেম পাগলামী'।
Comments