ভারতের হইচই অ্যাওয়ার্ডসে সেরা তারকা চঞ্চল-মোশাররফ

চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। ছবি: স্টার

এ বছর ভারতের হইচই অ্যাওয়ার্ডসে ২ বাংলার সেরা তারকা নির্বাচিত হয়েছেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে হইচই বাংলাদেশে।

২০২১ সালে হইচই থেকে রিলিজ হওয়া কনটেন্ট থেকে সেরা কনটেন্ট, পরিচালক এবং অভিনয়শিল্পীদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গতকাল ২৮ মে হইচই এবং হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে এবারের অ্যাওয়ার্ডের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চঞ্চল চৌধুরী 'তাকদীর' এবং 'বলি' সিরিজে অভিনয়ের জন্য ব্রেকথ্রু পারফরমেন্স অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। মোশাররফ করিম 'মহানগর' সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে সিরিজ স্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড।

এছাড়া বাংলাদেশে থেকে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন আশফাক নিপুণ। 'মন্দার' সিরিজের জন্য ভারত থেকে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। 'তাকদীর' সিরিজের জন্য পরিচালক সৈয়দ আহমেদ শাওকি পেয়েছেন শো-রানার অফ দ্য ইয়ার (বাংলাদেশ) অ্যাওয়ার্ড। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল (বাংলাদেশ) পুরস্কার পেয়েছেন যৌথভাবে শ্যামল মাওলা (মহানগর) এবং নাসির উদ্দিন খান (মহানগর, বলি)। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফিমেল (বাংলাদেশ) অ্যাওয়ার্ড পেয়েছেন জাকিয়া বারী মম। রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি সিরিজে অভিনয়ের জন্য আউটস্ট্যান্ডিং ফার্স্ট অ্যাপিয়ারেন্স অন হইচই অ্যাওয়ার্ড পেয়েছেন আজমেরী হক বাঁধন।

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago