মারজুক রাসেলের ‘মেয়েদের শুক্রবার’

ঈদের ষষ্ঠ দিন আজ রোববার রাত ৯টা ২৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে নাটক 'মেয়েদের শুক্রবার'।
জুলফিকার ইসলাম শিশিরের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, নাবিলা ও বাচ্চু।
নাটকের গল্পে দেখা যাবে ৩ ভাই—রনি, জনি, টনি। বড় ভাই ও ছোট ভাই বিয়ে করেছেন। মেঝ ভাই জনি বিয়ের পরদিন সকালে নিজে বেড টি নিয়ে তার স্ত্রীকে ডাকেন। নতুন বউ টিনা অবাক। জনি বলেন, 'সবাই তোমার জন্য অপেক্ষা করছে, নাস্তা সারবে উঠো।'
টিনা ড্রয়িং রুমে এসে দেখে অবাক কাণ্ড। শ্বশুর নাস্তা বানাচ্ছেন, দেবর বাথরুম পরিষ্কার করছেন, বড় ভাই ঘর পরিষ্কার করছেন। অন্য দিকে, শাশুড়ি মেনিকিউর-পেডিকিউর করছেন। বাড়ির কেউ আবার রিমোর্ট হাতে নিয়ে পায়ের ওপর পা রেখে টিভি দেখছেন।
সন্ধ্যা হলে বাড়ির সবাই সিনেমা দেখতে চলে যান। টিনা এসব ঘটনা দেখে খুব খুশি হন। বড় বোনকে ফোন দিয়ে জানান আজব এক শ্বশুর বাড়ির কথা। কিন্তু, এর ঠিক পরদিন থেকে ঘটতে থাকে আরও অদ্ভুত সব ঘটনা।
Comments