মিথিলার শিশুতোষ চলচ্চিত্র ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’

অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা শিশুতোষ চলচ্চিত্রে যুক্ত হয়েছেন। শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।
‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ চলচ্চিত্রের সদস্যরা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা শিশুতোষ চলচ্চিত্রে যুক্ত হয়েছেন। শাহরিয়ার কবিরের লেখা 'নুলিয়াছড়ির সোনার পাহাড়' অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।

২০২০-২১ সালের সরকারি অনুদানপ্রাপ্ত শিশুতোষ সিনেমাটি পরিচালনা করছেন লুবনা শারমিন। সহ-প্রযোজনায় মেঘলা ইসলাম। সিনেমায় আরও অভিনয় করছেন স্বপ্নিল, হিয়া, রাহিন, ইশরাতসহ অনেকেই।

পরিচালক লুবনা শারমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিশুতোষ এই সিনেমায় মিথিলাকে পেয়ে আমরা আনন্দিত। চলতি মাসের পয়লা জুন মিথিলা সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। প্রখ্যাত লেখক শাহরিয়ার কবিরের বিখ্যাত ছোটদের উপন্যাস থেকে সিনেমাটি নির্মিত হবে। আগামী ২০ জুলাই থেকে সীতাকুণ্ডে শুটিং শুরু হবে। পরে ঢাকাসহ বিভিন্ন জায়গায় সিনেমার শুটিং হবে।'

Comments