‘রেহানা মরিয়ম নূর’-এ মুগ্ধ অনুরাগ কাশ্যপ
আজমেরী হক বাঁধন অভিনীত আবদুল্লাহ মোহাম্মাদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা, প্রযোজক, পরিচালক ও অভিনেতা অনুরাগ কাশ্যপ।
কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা পাওয়া বাংলাদেশি সিনেমার কলাকুশলীর সঙ্গে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুরাগ কাশ্যপ এক আড্ডায় অংশ নেন। সেখানে ভালো লাগার কথা বলেছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত এই পরিচালক।
বাঁধনের শেয়ার করা ভিডিওতে অনুরাগ কাশ্যপ বলেন, ‘অনেক শক্তিশালী চলচ্চিত্র; সাউন্ড, ডিজাইন, কালার, এডিটিং অসাধারণ লেগেছে। নির্মাতা সাদ, অভিনেত্রী বাঁধন, আমার বন্ধু জেরেমিসহ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত সবাইকে শুভ কামনা জানাচ্ছি।’
'রেহানা মরিয়ম নূর' সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে অফিসিয়াল সিলেকশন পেয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা শীর্ষ আসরে সম্মানিত হচ্ছে। প্রথমবার প্রদর্শনে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে চলচ্চিত্রটি।
ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ আন্তর্জাতিক গণমাধ্যমে ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে ইতিবাচক পর্যালোচনা প্রকাশিত হয়েছে।
Comments