লাইফ সাপোর্টে ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ

খ্যাতিমান ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ রাজধানীর ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন গত চার দিন যাবত।
হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৭ আগস্ট হাসপাতালে ভর্তি হন তিনি।
আজ বুধবার বিকালে চঞ্চল মাহমুদের স্ত্রী রাইনা মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখনও তিনি লাইফ সাপোর্টে আছেন। তবে একটু সাড়া দিচ্ছেন। আজকের দিনটা গেলে ডাক্তার বিস্তারিত বলতে পারবেন। সেই অপেক্ষায় আছি।'
তিনি আরও বলেন, 'কয়েকমাস আগে আমার ক্যান্সারের চিকিৎসা হয়েছে, এখন চঞ্চলের চিকিৎসায় টাকা লাগছে। আমাদের দুজনের চিকিৎসার জন্য আগেই অনেক টাকা ব্যয় হচ্ছে। সরকার যদি এগিয়ে আসতো, আমাদের জন্য খুব ভালো হতো।'
চঞ্চল মাহমুদ বিনোদন ও ফ্যাশন ফটোগ্রাফার আইকন হিসেবে পরিচিত। বাংলাদেশের মিডিয়া জগতে অসংখ্য তারকার ছবি তার ক্যামেরায় উঠে এসেছে। প্রয়াত নায়ক সালমান শাহ, মৌসুমী, শাবনূর, পপি থেকে শুরু করে নোবেল, সাদিয়া ইসলাম মৌ, তানিয়া আহমেদ, সুইটি, বিপাশা হায়াত, শমী কায়সার, আফসানা মিমিসহ আরও অনেক তারকা তার ক্যামেরায় আলোকিত হয়েছেন।
Comments