শিল্পকলা একাডেমিতে শিল্পীদের মিলনমেলা

অভিনয় শিল্পী সংঘের নিবাচন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বসেছে টেলিভিশন তারকাদের মিলনমেলা।
আজ শুক্রবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলেও তারকাদের ভিড় বাড়তে শুরু করে দুপুরের পর থেকে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিল্পকলা একাডেমি প্রাঙ্গন তারকাদের মিলনমেলায় রূপ নেয়।

নির্বাচনে ভোট দিয়েছেন জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, লিটু আনাম, মুনিরা মিঠু, তানিয়া আহমেদ, মাসুম রেজা, তারিক আনাম খান, লাকী ইনাম, আব্দুল আজিজ, নীলয় আলমগীর, তানিয়া আহমেদ, সমু চৌধুরী, শান্তা ইসলাম, তানভীন সুইটি প্রমুখ অভিনয় শিল্পীরা।

ভোট দিতে এসে সালাহউদ্দিন লাভলু দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোট মানেই আমাদের মিলন মেলা। ভোট দিতে এসে সবার সঙ্গে দেখা হচ্ছে।'
তারিক আনাম খান বলেন, 'ভোটের দিনে শিল্পকলায় নাটকের শিল্পীদের মহামিলন ঘটেছে।'
Comments