শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে আফসানা মিমি

আফসানা মিমি। ছবি: শেখ মেহেদী মোরশেদ

টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি বেশ কিছু সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। তার অভিনীত মুক্তি পাওয়া সবশেষ সিনেমা পাপ পূণ্য। এটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এই সিনেমায় তিনি সিয়াম আহমেদের মায়ের চরিত্রে অভিনয় করেছেন।

নতুন আরেকটি সিনেমায় অভিনয় করছেন আফসানা মিমি। সিনেমার নাম 'রাসেলের জন্য অপেক্ষা'। পরিচালনা করছেন নুর ই আলম।

প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। আফসানা মিমি অভিনয় করছেন শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে।

আফসানা মিমি তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বঙ্গমাতার চরিত্রে অভিনয় করছি এটা আমার জন্য সত্যিই খুব আনন্দের ব্যাপার। কিছু কিছু চরিত্র আছে অভিনয় করে তৃপ্তি পাওয়া যায়। এটি তেমনই একটি চরিত্র।

তিনি আরও বলেন, শেখ রাসেলের জীবনের গল্প নিয়ে এই সিনেমা। সেজন্য আবেগ কাজ করছে বেশি ।

সম্প্রতি রাজধানীতে 'রাসেলের জন্য অপেক্ষা' সিনেমার শুটিং শুরু হয়েছে। এটি সরকারি অনুদানের একটি সিনেমা ।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

17m ago