সিসিইউতে অভিনেত্রী ডেইজি আহমেদ

অভিনেত্রী ও রবীন্দ্র সংগীত শিল্পী ডেইজি আহমেদ রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।
শ্বাসকষ্ট, হৃদস্পন্দন ও অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত ৪ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে দ্য ডেইলি স্টারকে আজ বুধবার রাতে জানিয়েছেন অভিনেতা বুলবুল আহমেদ ও ডেইজি আহমেদের মেয়ে তাহসিন ফারজানা তিলোত্তমা।
তিলোত্তমা বলেন, ৪ সেপ্টেম্বর ছিল বাবার ৮০তম জন্মদিন। ওই দিন মা মাথা ঘুরে পড়ে যান। তারপরই হাসপাতালে ভর্তি করানো হয় মাকে।
তিনি আরও বলেন, সেদিন মায়ের ব্লাড প্রেশার অনেক বেড়ে গিয়েছিল। আগে অবশ্য মায়ের করোনা পজেটিভ এসেছিল। বয়স্কজনিত কারণে আরও কিছু সমস্যা রয়ে গেছে। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা শেষে মাকে সিসিউইতে নেওয়া হয়।
তিনি বলেন, চিকিৎসক মাকে পেসমেকার লাগানোর কথা জানিয়েছেন।
মায়ের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন তিলোত্তমা।
Comments