স্বপ্ন হলো সত্যি: শাকিব খান

স্বপ্ন হলো সত্যি। পদ্মা সেতু এখন দৃষ্টিসীমায় দিগন্তজুড়ে। এই সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে—কথাগুলো বলছিলেন দর্শকনন্দিত চিত্রনায়ক শাকিব খান।

আজ রোববার ভোররাত ১টার দিকে দেশের চলচ্চিত্রের এই শীর্ষ অভিনেতা দ্য ডেইলি স্টারকে টেলিফোনে আরও বলেন, 'পদ্মা সেতুর বাস্তবায়ন বাংলাদেশের পক্ষে একটি দুর্দান্ত অর্জন।'
'আমাদের স্বনির্ভরতা, সাহস, দৃঢ়তা, সক্ষমতা, আত্মবিশ্বাসের প্রতীক পদ্মা সেতু। আমাদের পদ্মা সেতু, আমাদের অহংকার,' যোগ করেন তিনি।

গতকাল শনিবার পদ্মা সেতু উদ্বোধনীর পর উচ্ছ্বাস প্রকাশ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক।
শাকিব খান বর্তমানে আমেরিকায় রয়েছেন। আগামী জুলাইয়ে ঈদের আগেই দেশে ফিরবেন বলে আভাস দিয়েছেন।
এ দিকে শাকিব খান ও পূজা চেরি অভিনীত 'গলুই' সিনেমা আগামী ৮ জুলাই উত্তর আমেরিকার ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
Comments