অবশেষে ৬ বছরের বিরতি ভাঙছেন অ্যাডেলে

অ্যাডেলে। ছবি: সংগৃহীত

অবশেষে ৬ বছরের বিরতি ভেঙে আবারও গানে ফিরছেন বিট্রিশ কণ্ঠশিল্পী অ্যাডেলে। দীর্ঘ বিরতি শেষে আগামী মাসে তার নতুন অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাডেলে এই ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম ফিমেল ফাস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমের কাভার ফটো পরিবর্তন করেছেন এই গায়িকা। কাভারে দেওয়া নীল রঙের ছবিটির মাঝখানে অংকে ৩০ নম্বরটি লেখা আছে।

তিনি লিখেছেন, আমি নিজের চলার পথ থেকে কঠিন সত্য শিখেছি। নেতৃত্ব দেওয়ার জন্য যা দরকার তা নিজের মধ্যে আবিষ্কার করেছি। আমার মনে হচ্ছে, অবশেষে আবার আমি নিজের অনুভূতিকে খুঁজে পেয়েছি। আমি অনেক দূরে যেতে চাই। তাই শেষ পর্যন্ত এই অ্যালবামটি প্রস্তুত করেছি।

অ্যাডেলে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভোগ ম্যাগাজিনকে বলেছেন, আমার মনে হচ্ছে এই অ্যালবামটি আত্মার প্রতিফলন এবং এক ধরণের আত্মমুক্তি। আমি গানের জন্য প্রস্তুত। আমি সত্যিই চাই, মানুষ এবার আমার গল্পটি শুনুক।

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে নতুন একক 'ইজি অন মি'র একটি প্রিভিউ প্রকাশ করেন অ্যাডেলে।

সংক্ষিপ্ত ক্লিপটিতে গানের কয়েকটি কর্ড এবং একটি টিজার ভিডিও দেখা গেছে। সাদা-কালো ভিডিওটিতে একটি টেপ ক্যাসেট প্লে করে গাড়ি চালাচ্ছেন তিনি। এসময় একটি কালো জ্যাকেট পরে ছিলেন অ্যাডেলে।

Comments

The Daily Star  | English

Trump slaps allies Japan, South Korea with 25% tariffs

In near-identically worded letters to the Japanese and South Korean leaders, Trump said the tariffs would apply from August 1

10m ago