ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদতের সিনেমা কুয়েতে নিষিদ্ধ 

গাল গ্যাদত। ছবি: সংগৃহীত

ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত অভিনীত হলিউড সিনেমা 'ডেথ অন দ্য নাইল' দেখানো নিষিদ্ধ করেছে কুয়েত।

গত রোববার কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

কেনেথ ব্রানাগ পরিচালিত সিনেমাটি চলতি মাসে যুক্তরাষ্ট্রে মুক্তির কথা আছে।

ব্রিটিশ লেখক ক্রিস্টির সবচেয়ে বিখ্যাত কাজগুলোর একটি নিয়ে এই সিনেমার গল্প। তবে, কুয়েতের সিনেমাপ্রেমীরা এটি দেখতে পারবেন না।

কুয়েতের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনুয়ার মুরাদ এএফপির কাছে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন।

কুয়েতের আল-কাবাস পত্রিকার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিষিদ্ধ করার দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা গ্যাদতের ইসরায়েলি সেনাবাহিনীর প্রশংসা এবং ২০১৪ সালে গাজায় যুদ্ধের সময় ফিলিস্তিনি আন্দোলনে হামাসের সমালোচনা করার বিষয়টিকে আলোচনায় আনেন।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ২ হাজার ২৫১ জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক ছিলেন। এছাড়া ইসরায়েলের পক্ষে ৭৪ জন নিহত হন, যাদের অধিকাংশ সেনা ছিলেন।

গ্যাদদ ২০১৭ সালের হলিউড ব্লকবাস্টার 'ওয়ান্ডার ওম্যান' সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করে সর্বাধিক পরিচিতি পান। ওই চলচ্চিত্রটি কিছু আরব দেশে নিষিদ্ধ ছিল।

এই অভিনেত্রী প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন। কারণ, ইসরায়েলি সেনাবাহিনীতে তিনি বাধ্যতামূলক দায়িত্ব পালন করেছিলেন।

Comments