চড়কাণ্ডের পর অনুষ্ঠানস্থল ছাড়তে রাজি হননি স্মিথ

রোববার অস্কারের মঞ্চে ক্রিস রককে চড় মারার দৃশ্য। ছবি: রয়টার্স

এবারের অস্কার আসরের অন্যতম সঞ্চালক ক্রিস রককে চড় মারার পর উইল স্মিথকে অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে বলা হলেও সেটা তিনি প্রত্যাখান করেছিলেন।

বিষয়টি জানিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ বলছে, এরমধ্যে সংস্থাটি স্মিথের বিরুদ্ধে 'শাস্তিমূলক ব্যবস্থা' নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

মহামারির বিরতি পেরিয়ে এবার অস্কারের ৯৪তম আসরে সেরা অভিনেতার পুরষ্কার জেতেন উইল স্মিথ। সেই ঘোষণার আগেই স্ত্রী জাডা পিনকেট স্মিথের মুণ্ডিত মাথা নিয়ে রকের রসিকতার জের ধরে মঞ্চে উঠে তাকে চড় মেরে বসেন স্মিথ। ২০১৮ সালে এলোপিশিয়া রোগে আক্রান্ত হয়ে চুল ঝরে যাওয়া জাডাকে নিয়ে এমন রসিকতা আহত করে স্মিথকে।

এই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে মূলধারার সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। এ জন্য উইল স্মিথ গত সোমবার ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন।

এ সংক্রান্ত এক বিবৃতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ বলেছে, 'স্মিথকে অনুষ্ঠান ছেড়ে যেতে বলা হয়েছিল এবং তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু আমরা এটাও স্বীকার করি যে, আমরা পরিস্থিতি অন্যভাবে সামলাতে পারতাম।'

একইসঙ্গে ওই বিবৃতিতে জানানো হয় যে, তারা অ্যাকাডেমির আচরণমান লঙ্ঘনের জন্য স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আগামী ১৮ এপ্রিল অ্যাকাডেমির পরবর্তী বোর্ড সভায় স্মিথের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হতে পারে। এতে 'স্থগিতাদেশ, বহিষ্কার বা অন্যান্য নিষেধাজ্ঞা' অন্তুর্ভূক্ত হতে পারে।

এর পাশাপাশি এই ঘটনার জন্য ক্রিস রকের পাশাপাশি মনোনীত অতিথি ও দর্শকদের কাছে সরাসরি ক্ষমা চায় অ্যাকাডেমি।

এদিকে ওই ঘটনার পর এ বিষয়ে প্রথমবারের মতো কোনো মন্তব্য করেছেন ক্রিস রক। যুক্তরাষ্ট্রের বস্টনে তার একটি কমেডি শোয়ে তিনি উপস্থিত দর্শকদের বলেন, 'যা ঘটে গেছে, তা আমি এখনো বোঝার চেষ্টা করছি। এক পর্যায়ে আমি এটি সম্পর্কে কথা বলব।

তিনি আরও বলেন, 'এটা গুরুতর হবে। এটা মজার হবে। কিন্তু এই মুহূর্তে আমি কিছু কৌতুক বলতে যাচ্ছি।'

Comments

The Daily Star  | English

3 die of dengue as daily hospitalisations hit record high this year

Nearly 500 patients admitted in 24 hours as total cases rise to 12,763

2h ago