শাহরুখের সব শুটিং স্থগিত

শাহরুখ খান অভিনীত 'পাঠান' সিনেমার কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার আজ বুধবার এ তথ্য জানিয়েছে।
ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়, সিনেমাটির একটি গানের দৃশ্যের জন্য আগামী ১০ অক্টোবর স্পেন যাওয়ার কথা ছিল শাহরুখ ও দীপিকার। গানের পাশাপাশি মারপিটের দৃশ্যর শুটিংও হওয়ার কথা ছিল। কিন্তু, আপাতত সেটা হচ্ছে না বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
প্রতিবেদনে আরও বলা হয়, আগামীকাল ৭ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতে আছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এ নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব স্থগিত থাকবে বলে জানা গেছে।
২০২২ সালের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা 'পাঠান' সিনেমাটির। এর আগে, গত ২০১৭ সালের 'জিরো' সিনেমায় শেষ দেখা গিয়েছিল শাহরুখকে।
Comments