‘হাওয়া’র আগামী কয়েকদিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হাওয়া’র প্রচারণা। ছবি: সংগৃহীত

মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা 'হাওয়া' সারাদেশে আগামী ২৯ জুলাই মুক্তি পেতে যাচ্ছে । মাঝসমুদ্রে নানান ঘটনার ঘাত-প্রতিঘাতে গন্তব্যহীন হয়ে পড়া ফিশিং ট্রলারের মাঝি-মাল্লা ও এক রহস্যময় বেদে নারীকে নিয়ে সাজানো হয়েছে সিনেমার গল্প।

এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু ও মাহমুদ আলম বাবলু বোস।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারাদেশে আলোচিত 'হাওয়া'র 'তুমি বন্ধু কালা পাখি' গানটি।

গতকাল শনিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে তারা সিনেমাটির সংশ্লিষ্টজনরা প্রচারণা করেন। সে সময় সিনেমাটির গান গেয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, অভিনেতা চঞ্চল চৌধুরী, সুমন আনোয়ার, ইমন চৌধুরী, শিবলু, তুষিসহ অনেকেই।

আজ রোববার দুপুর ৩টায় দলটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাবে। বুয়েট অডিটোরিয়াম প্রাঙ্গণে হাজির হবে আগামীকাল বিকাল ৫টায়।

২৬ জুলাই বিকাল ৫টায় নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের ওপেন স্পেসে থাকবেন সিনেমার কলাকুশলীরা।

সিনেমাটির নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন ও প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago