‘হাওয়া’র দিন আজ

দেশের ২৪ প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমার ট্রেলার, পোস্টার প্রকাশের পরপরই আলোচনায় আসে।
হাওয়া
‘হাওয়া’ চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

দেশের ২৪ প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে 'হাওয়া'। মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমার ট্রেলার, পোস্টার প্রকাশের পরপরই আলোচনায় আসে।

সিনেমাটির 'সাদা সাদা কালা কালা' গান প্রকাশের পর 'অন্তর্জালে' ভাইরাল হয়, ছড়িয়ে পড়ে সারাদেশে। সব শ্রেণির মানুষের কাছে এখন পছন্দের শীর্ষে এটি।

'হাওয়া' সিনেমার এই গানটি গেয়েছেন এরফান মৃধা শিবলু। কথা ও সুর করেছেন হাশিম মাহমুদ। অনেকদিন পর সিনেমার কোনো গান শ্রোতাদের এতটা ছুঁয়েছে।

গানের মতো সিনেমাটি কতোখানি দর্শকদের হৃদয় ছুঁতে পারবে এর জন্যে অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা।

হাওয়া
ছবি: সংগৃহীত

বেশকিছু মাল্টিপ্লেক্সে কয়েকদিনের আগাম টিকিট শেষ হয়ে গেছে। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে ৫ শাখায় প্রতিদিন 'হাওয়া'র ২৬ শো চলবে।

সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, মাহমুদ আলম, বাবলু বোসসহ অনেকেই।

'হাওয়া'র পরিচালক মেজবাউর রহমান সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার মতো করে সিনেমাটি বানিয়েছি। একটা নতুন ধরনের গল্প বলার চেষ্টা করেছি। অনেক বড় পরিসরের সিনেমা এটি। বিশাল প্রস্তুতি নিতে হয়েছিল।'

'অনেক চ্যালেঞ্জ নিয়ে সাগরে শুটিং করেছি' উল্লেখ করে তিনি আরও বলেন, 'হাশিম মাহমুদের কথা ও সুরে "সাদা সাদা কালা কালা" গানটি অনেকেই পছন্দ করেছেন। গানটি পছন্দ হয়েছে বলে সিনেমাও পছন্দ হবে, তা আমি বিশ্বাস করি না। এখন দেখা যাক কী হয়।'

সিনেমায় চাঁনমাঝি চরিত্রের চঞ্চল চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'পরিচালক অনেক ভালোবাসা নিয়ে সিনেমাটি বানিয়েছেন। আশা করছি, দর্শকরা গানটির মতো সিনেমাও পছন্দ করবেন। পুরো সিনেমার চিত্রায়ণ হয়েছে মাছ ধরার ট্রলারে। তারও আগে প্রস্তুতি ছিল কয়েক মাসের।'

'চাঁন মাঝি চরিত্রটির সঙ্গে মিশে যেতে মুখে সারাক্ষণ পান রাখতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়েছিলাম। তখন নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে।'

হাওয়া
‘হাওয়া’ চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

সিনেমায় 'গুলতি' চরিত্রের নাজিফা তুষি ডেইলি স্টারকে বলেন, 'আমি প্রায় ৬ মাস এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি। মাছ কাটতাম। শাড়ি পরতাম। চরিত্র হয়ে ওঠার জন্য বেদে পল্লিতে গিয়েছি। ওদের সঙ্গে থেকেছি। শুটিংয়ে এক মাস মোবাইল ফোন ব্যবহার করিনি।'

'৬ মাস ঠিক মতো ঘুমাইনি' উল্লেখ করে তিনি আরও বলেন, 'এটি একটি রহস্যময় চরিত্র। ওর মধ্যে যে রহস্য আছে তা ধাপে ধাপে উন্মোচিত হবে। সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ দেখেছি। সিনেমাটি নিয়ে আমি অনেক আশাবাদী।'

ইব্রাহিম চরিত্রের শরিফুল রাজ ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটা নিয়ে আমিও খুব আশাবাদী। এর চাঁন মাঝি আমার অনেক প্রিয় চরিত্র। এখানে সবাই চমৎকার অভিনয় করেছেন। ব্যক্তিগতভাবে আমি চঞ্চল চৌধুরীর ভক্ত। তার সান্নিধ্যে থেকে প্রায় ৪৫ দিন অভিনয় করেছি, এটা আমার অভিনয় জীবনের অন্যতম পাওয়া হয়ে থাকবে।'

মেজবাউর রহমান সুমনের কাহিনী ও সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও মেজবাউর রহমান সুমন।

সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব ও গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

'হাওয়া'র নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন ও প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

Comments

The Daily Star  | English

Chattogram city condemned to waterlogging

It is often said that if we hurt Mother Nature, we end up hurting ourselves. This saying could not be truer than in the case of Chattogram, the commercial capital of Bangladesh, during monsoons, when it goes under water for the most part.

29m ago
X