‘হানিমুনের পরিকল্পনা করিনি’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টিভি নাটকের শীর্ষ তারকাদের একজন। আবার বিয়ে করে আলোচনায় এসেছেন। বিয়ে পরবর্তী নানা বিষয় নিয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
নতুন জীবন শুরু করেছেন সম্প্রতি। সব মিলিয়ে কেমন আছেন?
অপূর্ব: সৃষ্টিকর্তার রহমতে এবং মানুষের ভালোবাসায় ভালো আছি। অনেক ভালো আছি। নতুন জীবন শুরু করেছি। সবার আশীর্বাদ চাই। সবাই দোয়া করবেন যেন বাকি জীবন ভালোভাবে কাটাতে পারি। ভালোবাসায় যেন বাঁচতে পারি।
সময় কাটছে কিভাবে?
অপূর্ব: সামাজিকতা পালন করে। সামাজিক অনুষ্ঠান এখনো চলছে। কখনো বউয়ের বাড়ি, কখনো আমার বাড়ি, কখনো অন্য কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া হচ্ছে। অনুষ্ঠান লেগেই আছে। স্ত্রীকে নিয়ে সামাজিক আচারগুলো মেইনটেইন করছি। অন্যরকম ব্যস্ততা যাচ্ছে।
শুটিংয়ে ফিরবেন কবে থেকে?
অপূর্ব: শুটিংয়ে ফিরতে একটু দেরি হবে। সারা বছর তো কাজ নিয়ে থাকি। এখন নতুন জীবনে প্রবেশ করার কারণে অন্যরকম ব্যস্ততা যাচ্ছে। আশা করছি, এ মাসের শেষের দিকে কাজে ফিরতে পারব। পরিচালকদের সঙ্গে সেভাবেই কথা হয়েছে।
হানিমুন নিয়ে কোনো পরিকল্পনা করেছেন?
অপূর্ব: না। বিশ্বজুড়ে করোনা মহামারি চলছে। কাজেই আপাতত হানিমুনে যাওয়া হচ্ছে না। সবকিছু আরেকটু ঠিক হোক, তখন যাব। পরিকল্পনা করেই যাব।
আপনার স্ত্রী আপনার নাটক দেখেন?
অপূর্ব: আমার স্ত্রী শাম্মা দেওয়ান আমার কাজ দেখেছে। আমার নাটক তার ভালো লাগে। আমার অভিনয়ও ভালো লাগে। আমার কাজের প্রশংসা করে।
Comments