২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক: নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন নিপুণ আক্তার। 
ছবি: স্টার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন নিপুণ আক্তার। 

আজ মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি বিকেলে বিএফডিসিতে এক সাংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

নিপুণ বলেন, 'আমি বৈধ সাধারণ সম্পাদক। আদালতের আদেশে আমি যেখানে আছি, সেখানেই থাকব। এটা অনেকেই বুঝতে পারছে না। সেটা বিস্তারিত বলার জন্য এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। শপথ নেওয়ার পর যেভাবে দায়িত্ব পালন করছি, সেভাবে পালন করে যাব।' 

তিনি আরও বলেন, 'মহামান্য আদালতের আদেশ অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। এ পদে দায়িত্ব পালন করতে আমার কোনো বাধা নেই।'

এদিকে মামলা থেকে সরে যাওয়ার জন্য নিপুণকে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে বনানী থানায় একটি জিডিও করেছেন নিপুণ। 

সংবাদ সম্মেলনে নিপুণের সঙ্গে উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতা মোহাম্মদ হোসেন, অভিনেতা নানা শাহ, ডি এ তায়েব ও অভিনেত্রী জেসমিন, নতুন কমিটির দফতর সম্পাদক আরমান ও কোষাধ্যক্ষ আজাদ খানসহ অনেকে। 

Comments

The Daily Star  | English

Decision to suspend all political activities on DU campus a bad move: Fakhrul

The BNP leader said this issue cannot be resolved forcibly or through imposing restrictions

1h ago