৩ ক্যামেরায় ৩৫ শিল্পীর দিনভর শুটিং

ছবি: শাহ আলম সাজু

বাড়ির উঠান ভর্তি মানুষ, সবাই বেশ উত্তেজিত। তাদের নেতৃত্ব দিচ্ছেন মোশাররফ করিম। কিছু একটা নিয়ে কথা কাটাকাটি চলছে।

পরিচালক বলেন, 'অ্যাকশন।' সংলাপ শুরু হয়। একজন সংলাপ না বলে অন্যদিকে তাকিয়ে থাকেন। মোশাররফ করিম রাগ করে বলেন, 'সংলাপ দিচ্ছেন না কেন?'

ফের শুরু হয় সংলাপ দেওয়া। কয়েকজন একটি গম্ভীর বিষয়ে তর্ক শুরু করেন। হঠাৎ এক নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমার মেয়ে মরেনি। তারে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।'

এটা শুনে মোশাররফ করিমসহ অন্যরা দৌড়ে যান সেখানে। কেউ একজন ভ্যান নিয়ে আসেন। মোশাররফ করিম বিষ খাওয়া মেয়েটিকে কোলে তুলে নেন।

পরিচালক বলেন, 'গুড। ভালো হয়েছে।'

দৃশ্যটি শেষ হওয়ার পর পরিচালক বলেন, 'বড় একটি দৃশ্যের কাজ হলো। বড় দৃশ্য বলেই ৩ ক্যামেরায় কাজটি হলো।'

এরপর তিনি সহকারী পরিচালককে নির্দেশনা দেন, পরের শুটিং হবে 'চটের আগা'য়।

বড় টিমের শুটিং। ৫ থেকে ৭ জনের ছোট ছোট টিম করে সবাই রওয়ানা দিলেন শুটিং স্পটের দিকে। মোশাররফ করিমসহ অন্যরা হাঁটছেন। কিছু দূর যাওয়ার পর পরিচালক বললেন, 'জঙ্গলে ২টি দৃশ্য নিতে হবে। বাকিরা অন্য জায়গায় চলে যান।'

যেতে যেতে পরিচালক সোহেল হাসান বলেন, '৩ ক্যামেরায় ৩৫ শিল্পী আজ শুটিংয়ে অংশ নিচ্ছেন।'

গ্রামের ধুলোমাখা পথ হেঁটে জঙ্গলের দেখা মেলে। শাল গজারির জঙ্গল। ৩টি ক্যামেরা ৩ দিক থেকে রেডি করা হলো। পরিচালক সহকারি পরিচালকদের সহযোগিতা নিয়ে ক্যামেরাম্যানদের সব বুঝিয়ে দিচ্ছেন।

মোশাররফ করিম চেয়ারে বসে আছেন। পরিচালক তাকে দৃশ্যটি বুঝিয়ে দিলেন। আরেকটু দূরে একজন যুবক দাঁড়িয়ে আছেন। তার দিকে আরেকটি ক্যামেরা। আরও দূরে অপর একজন যুবক। সেদিকে ক্যামেরা রেডি করা আছে একটি। সব ক্যামেরা রেডি করে পরিচালক বললেন, 'দৌড় দাও।'

এক যুবক দৌড়াতে থাকেন। মোশারররফ করিম তাকে দেখে বলল, 'কি হয়েছে?'

যুবকটি বলল, 'বিষ খেয়েছে।'

এরপর মোশাররফ করিম এবং অপর ২ যুবক দৌড়াতে লাগলেন।

দৃশ্যটি চূড়ান্ত হলো না। পরিচালক যুবককে বললেন, পেছনে তাকানো ঠিক ছিল না। দৌড়ানোর সময় ভালো করে একবার পেছনে তাকাতে হবে।

আবারও শুরু হলো শুটিং। দৌড়াতে লাগলেন ৩ জন। পরিচালক খুশি হয়ে বললেন, 'এবার পেয়েছি। আর লাগবে না।'

জঙ্গল থেকে চটের আগায় সেট তৈরি করার জন্য বেশ কয়েকজন কাজে নামলেন। এবার শুটিং হবে কাঁচা রাস্তার ওপর।

পরিচালক ও তার কয়েকজন সহকারী রাস্তার ওপর উঠলেন। রাস্তায় গর্ত করা হয়েছে।

সেখানে অভিনয়শিল্পীদের দাঁড়াতে বললেন তারা। মোশাররফ করিম দূর থেকে হেঁটে আসবেন। সাইকেল নিয়ে আসবেন অলিউল হক রুমি। গর্তর কাছে বসে থাকবেন মোমেনা চৌধুরী। কয়েকজন গ্রামবাসী গর্ত দেখতে আসবেন। পরিচালক সবাইকে দৃশ্যটি বুঝিয়ে দিলেন।

মোশাররফ করিম বললেন, 'সবাই একটু রিহার্সেল করে নিই।'

রিহার্সেল শুরু হলো। ক্যামেরা সড়কের নিচে নেওয়া হলো। এবারও ৩ ক্যামেরায় শুটিং হবে।

এদিকে গর্তকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি মেলা। গ্রামের মানুষ মেলায় নানাকিছু কেনার জন্য আসছেন। প্রায় শতাধিক মানুষের আনাগোনা শুটিং স্পটে।

শুটিং শুরু হলো। মোশাররফ করিম দ্রুত হেঁটে আসছেন। সাইকেলের বেল বাজাতে বাজাতে আসছেন অলিউল হক রুমি, ‍যিনি কথায় কথায় মামলা দিতে চান। পেশায় একজন মুহুরী। অবশ্য মোশাররফ করিম সেসবে ভয় পান না। তিনি একজন নাট্যকর্মী। নাটক করার পাশাপাশি গ্রামের মানুষের উপকার করা তার কাজ।

বড় আয়োজনের দৃশ্যটি শেষ হওয়ার পর মোশাররফ করিম দৌড়ে ক্যামেরার পেছনে চলে গেলেন। পরের দৃশ্যটি ওখানেই হবে।

গর্ত কে করল সেটা নিয়ে নানা কথা চলছে গ্রামের মানুষের মধ্যে। দৃশ্যটি যেন ভালো হয়, সেজন্য মোশাররফ করিম পরিচালককে সহযোগিতা করার জন্য ক্যামেরার পেছনে গিয়ে সবকিছু দেখতে লাগলেন।

মোশাররফ করিম বললেন, 'হাঁটা ঠিক মতো হচ্ছে না। আরও ভালো করতে হবে।'

পরিচালক চিৎকার করে বললেন, 'বেলা শেষ হয়ে যাচ্ছে। দ্রুত করতে হবে।'

একদিকে শুটিং চলছে, আর অপর দিকে যাদের শুটিং নেই তারা বিলপাড়ে চেয়ারে বসে গল্প করছেন। কেউ কেউ অবশ্য স্ক্রিপ্ট পড়ছেন। বিলের মধ্যে ছোট একটি ঘর তৈরি করা হয়েছে। সেখানে গিয়ে বসলেন শানারেই দেবী শানু ও আরও ২  অভিনেত্রী।

পরের দৃশ্যের জন্য মোশাররফ করিম পাঞ্জাবি বদল করলেন। সকাল থেকে প্রতিটি দৃশ্যে তার উপস্থিতি। কোনো অবসর নেই। একটার পর একটা দৃশ্য করেই যাচ্ছেন।

মোশাররফ করিম বললেন, 'কিছুই করার নেই। কাজটি শেষ করতে হবে। কষ্ট হলেও ভালো একটি কাজ করছি। এজন্য আনন্দ নিয়েই করছি।'

সন্ধ্যা ঘনিয়ে এলো। বিলপাড়ের শেষ দৃশ্য। এরপর শুটিং হবে বাড়িতে। পরিচালক তাড়া দিলেন। এই দৃশ্যেও মোশাররফ করিম আছেন। সঙ্গে আছেন ম আ সালাম, হাফিজ, সেলিম, শানারেই দেবী শানু, নয়ন ও গ্রামবাসী। সব মিলিয়ে ৩৫ জন শিল্পী ১ দৃশ্যে।

দৃশ্যটির জন্য ড্রোন আনা হয়েছে। এবারও ৩ ক্যামেরা । বেশ সময় নিয়ে দৃশ্যটি শেষ হলো।  

সবশেষে পরিচালক বলেন, 'নাটকটির নাম রংঢং। গ্রামীণ গল্পের নাটক। একটি বড় ধারাবাহিক এটি। নতুন বছরের জানুয়ারিতে নাটকটির প্রচার শুরু হওয়ার কথা আছে চ্যানেল আইতে।'

Comments

The Daily Star  | English

Fuel to Air India jet engines cut off moments before crash: probe

The Dreamliner was headed from Ahmedabad to London when it crashed, killing all but one of the 242 people on board as well as 19 people on the ground

2h ago