মধুচন্দ্রিমায় পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমা গত ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেছেন। বিয়ের সংবাদ প্রকাশ হওয়ার কয়েকদিন পরেই মধুচন্দ্রিমায় গেছেন এই দম্পতি। 
স্টার ফাইল ফটো

চিত্রনায়িকা পূর্ণিমা গত ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেছেন। বিয়ের সংবাদ প্রকাশ হওয়ার কয়েকদিন পরেই মধুচন্দ্রিমায় গেছেন এই দম্পতি। 
 
পূর্ণিমার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই তারা ঢাকা থেকে উড়াল দেন।

 

এখন তারা থাইল্যান্ডে আছেন। এরইমধ্যে ব্যাংকক, পাতায়া ও ফুকেটের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরেছেন। আরও কিছু জায়গায় ঘুরে দেশে ফিরবেন নব দম্পতি।

ছবি: সংগৃহীত

মধুচন্দ্রিমার জন্য থাইল্যান্ডে যাবেন আগে থেকেই ঠিক করে রেখেছিলেন পূর্ণিমা। তার পছন্দের জায়গা থাইল্যান্ডের কথা আগেই জানিয়েছিলেন। 

পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পূর্ণিমা ও রবিন। এর আগে তাদের মধ্যে প্রায় ৪ বছরের বন্ধুত্ব-প্রেমের সম্পর্ক ছিল। 

Comments