‘শিল্পীদের খারাপ কিছু ভাইরাল হতে সময় লাগে না, ভালো কিছু ততটা হয় না’

চিত্রনায়িকা পূর্ণিমা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত 'এ জীবন তোমার আমার' সিনেমা দিয়ে রূপালি পর্দায় অভিষেক। সেই থেকে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন, পেয়েছেন তারকাখ্যাতি।

তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পূর্ণিমা। আজ বৃহস্পতিবার ছিল তার জন্মদিন।

বিশেষ দিনটি কীভাবে কাটালেন, দ্য ডেইলি স্টারকে পূর্ণিমা বলেন, 'বাসায় কাটছে, দিনভর মানুষের ভালোবাসা পাচ্ছি। এটা অবশ্যই আনন্দের ও ভালো লাগার। মানুষের ভালোবাসাকে সবসময়ই সম্মান করি। এভাবেই সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।'

কোনো সারপ্রাইজ পেলেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, 'সারপ্রাইজ গতরাতেই পেয়েছি। রাত বারোটা এক মিনিটে কেক কাটা হয়েছে। আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে বলেছে হ্যাপি বার্থডে মা। এটা আমার কাছে সত্যি অন্যরকম পাওয়া মনে হয়েছে।'

পূর্ণিমা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

'আমার বর আমাকে নিয়ে গতরাতে বাইরে গিয়েছিলেন। বলেছিলেন ডিনার করাবেন। প্রথমে ভেবেছিলাম আমরাই শুধু থাকব। কিন্তু ভেতরে ভেতরে অনেক পরিকল্পনা করে রেখেছেন, তা তো জানতাম না। আমাকে জানতেও দেয়নি,' বলেন পূর্ণিমা।

কী ছিল সেই সারপ্রাইজে? জবাবে মনের মাঝে তুমি খ্যাত এই নায়িকা বলেন, 'ডিনার করতে গিয়ে এক এক করে দেখতে পাই আমার ননদ এসেছেন, আমার বোন এসেছেন, আরও কাছের মানুষরা এসেছেন। এভাবে ৩০-৪০ জন। আমি তো অবাক। তখন একসাথে কেক কাটা হলো। দারুণ সময় কাটল সবাই মিলে।'

পূর্ণিমা বলেন, 'জীবন তো সুন্দর, জীবন ভীষণ সুন্দর। জীবনকে সুন্দরভাবে কাটাতে পারলেই তা সুন্দর। না পারলে সুন্দর না। জীবনকে সুন্দরভাবে কাটাতে জানতে হয়।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ক্যারিয়ারের শীর্ষে যখন ছিলাম তখন জন্মদিনে হাজার মানুষের উইশ পেয়েছি। আবার কাজ কম করেও দেখেছি মানুষ কীভাবে দেখে? দুটোই দেখেছি। শিল্পীরা সমাজে সবার কাছে পরিচিত। যদি কোনো শিল্পীর খারাপ কিছু হয় ভাইরাল হতে সময় লাগে না। একই শিল্পীর যদি ভালো কিছু হয় তাহলে ততটা ভাইরাল হয় না।'

মানুষের ভালোবাসাকে কীভাবে দেখেন? পূর্ণিমা বলেন, 'মানুষের ভালোবাসা জীবনের বড় অ্যাচিভমেন্ট। এটা আমার সৌভাগ্য।'

চলতি বছর পূর্ণিমা অভিনীত নতুন সিনেমা 'আহারে জীবন' মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক সিনেমা। ওটিটিতেও কাজ করছেন তিনি।

নতুন করে কাজে ফেরার বিষয়ে পূর্ণিমা বলেন, 'কাজে ফেরার প্রস্তুতি চলছে। নতুন সিনেমা ও নতুন ওটিটি নিয়ে কথা চলছে। চূড়ান্ত হলেই জানাব। আশা করছি সেপ্টেম্বর কিংবা অক্টোবর থেকে শুটিংয়ে ফিরব।'

 

Comments

The Daily Star  | English
July Declaration: Where is the roadmap for our future journey?

July Declaration: Where is the roadmap for our future journey?

Denigration of our Liberation War will never be acceptable

12h ago