বন্যার্তদের জন্য মঞ্চস্থ হবে 'নিমজ্জন'

সিলেট ও রংপুর বিভাগের বন্যা কবলিতদের সহযোগিতায় ঢাকা থিয়েটার মঞ্চস্থ করবে দর্শকপ্রিয় মঞ্চনাটক 'নিমজ্জন'৷
ছবি" সংগৃহীত

সিলেট ও রংপুর বিভাগের বন্যা কবলিতদের সহযোগিতায় ঢাকা থিয়েটার মঞ্চস্থ করবে দর্শকপ্রিয় মঞ্চনাটক 'নিমজ্জন'৷

আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে৷

ঢাকা থিয়েটারের দলপ্রধান নাসির উদ্দিন ইউসুফ বলেন, সিলেট ও রংপুর বিভাগে বন্যায় মানুষ গৃহহীন হয়েছে, মানবিক বিপর্যয় ঘটেছে। ঢাকা থিয়েটার বন্যার্তদের সাহায্যে নিমজ্জন নাটকের বিশেষ প্রদর্শনী করছে। টিকেট বিক্রির টাকা বন্যার্তদের সাহায্যে দেওয়া হবে।

নাট্যাচার্য সেলিম আল দীন রচিত নাটকটি বিশ্বের সব গণহত্যাকে উপজীব্য করে তার বিরুদ্ধে মানবতার বক্তব্য নিয়ে নির্মিত৷

এই নাটকের মাধ্যমে গণহত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ পেয়েছে। গাওয়া হয়েছে মানবিকতার জয়গান।

'নিমজ্জন' নাটকে অভিনয় করেছেন- মিলু চৌধুরী, আসাদুজ্জামান আমান, সিরাজুল ইসলাম, মোস্তাফা রতন, তরিকুল ইসলাম লিটন, রনি হোসাইন, নয়ন হোসাইন, সাজ্জাদ রাজীব, সাঈদ রিংকু, রফিক মোহাম্মদ, সামিউন জাহান দোলা ও সাজ্জাদ রহমান। নাটকটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিমূল ইউসুফ।

Comments