১৩ বছর পর নতুন মঞ্চ নাটকে তানভীন সুইটি

তানভীন সুইটি। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

নব্বই দশকের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানভীন সুইটি। ১৯৯৫ সাল থেকে থেকে তিনি মঞ্চ নাট্য দল থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন। ১৩ বছর পর আবারও থিয়েটারের মাধ্যমে মঞ্চে ফিরেছেন তিনি।

থিয়েটারের নতুন নাটক 'পোহালে শর্বরী' নির্দেশনা দিয়েছেন নাট্যজন রামেন্দু মজুমদার। সংযুক্ত নির্দেশনায় আছেন ত্রপা মজুমদার।

আগামী ১ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 'পোহালে শর্বরী' নাটকটি মঞ্চস্থ হবে। এ নাটকে তানভীন সুইটি শীলবতি চরিত্রে অভিনয় করেছেন।

তানভীন সুইটি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার সবচেয়ে ভালোলাগা ও ভালোবাসার জায়গা হচ্ছে মঞ্চ। তাই দীর্ঘদিন ধরে মঞ্চে অভিনয় করছি। নতুন নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী। করোনাকালীন সময়ে নাটকটির রিহার্সেল করেছি। দর্শকরা দেখার পর বলতে পারবেন কতটুকু করতে পেরেছি। অপেক্ষা করছি সরাসরি দর্শকদের মন্তব্যের।'

তানভীন সুইটি আরও বলেন, 'রামেন্দু মজুমদার আমাদের মঞ্চ নাটকের উজ্জ্বল নক্ষত্র। তার গুণের শেষ নেই। তার পরিচালনায় অভিনয় করা আমার জন্য বড় ব্যাপার। সত্যি কথা বলতে, একটি নাটক পুরোপুরি দাঁড় করানোর সব ক্রেডিট পরিচালকের। রামেন্দু দা এবং ত্রপা দু'জনেই শতভাগ দিয়ে নাটকটি পরিচালনা করেছেন।'

মঞ্চ নাটক ছাড়াও টেলিভিশন নাটক ও সিনেমা নিয়েও ব্যস্ততা যাচ্ছে তানভীন সুইটির। একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এরসঙ্গে নতুন সিনেমা 'মাইক' এর শুটিং শেষ করেছেন। মাইক সিনেমার গল্প ১৯৭৫ পরবর্তী নানা ঘটনা নিয়ে।

সিনেমা নিয়ে সুইটি বলেন, 'মাইক সিনেমা সত্যি অন্যরকম গল্পের সিনেমা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের কথা এখানে উঠে এসেছে। আরও নানা ঘটনা দেখানো হবে। তবে, আমার এখন সব মনোযোগ নতুন মঞ্চ নাটকে।'

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to intervene in forex market to curb volatility

The move was announced in BB’s latest monetary policy statement for the first half of FY26

1h ago