আইয়ুব বাচ্চুকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি জানাচ্ছি: ফেরদৌস আইয়ুব চন্দনা

প্রয়াত কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর পরিবারকে ৫ হাজার ডলার রয়্যালটি দিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। বাংলাদেশের কোনো শিল্পীর জন্য এই প্রথম এমন উদ্যোগ নিয়েছে কপিরাইট অফিস।
আইয়ুব বাচ্চু। স্টার ফাইল ফটো

প্রয়াত কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর পরিবারকে ৫ হাজার ডলার রয়্যালটি দিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। বাংলাদেশের কোনো শিল্পীর জন্য এই প্রথম এমন উদ্যোগ নিয়েছে কপিরাইট অফিস।

তার স্ত্রী ফেরদৌস আইয়ুব চন্দনা আজ বুধবার বিকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রথমেই বলে রাখি এসব কিছু টাকার জন্য করিনি। বিভিন্নভাবে তার (আইয়ুব বাচ্চু) গানগুলো চুরি হচ্ছিলো। তাই কপিরাইট অফিস আমাদের প্রস্তাব দিলে রাজি হয়ে যাই। এখান থেকে আর কতো টাকা দিয়েছে বলেন। টাকার চেয়ে মানুষ তাকে মনে রাখুক, সম্মান দিক এটাই চাই। বাংলাদেশের শিল্পীদের মেধাসত্ত্ব সংরক্ষণে তিনিই সবার আগে এগিয়ে এসেছিলেন। গানপাগল একজন মানুষ ছিলেন।'

কপিরাইট অফিসের সম্মানী গ্রহণ করছেন ফেরদৌস আইয়ুব চন্দনা। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

তিনি আরও বলেন, 'ব্যক্তিগতভাবে আমি আমার ছেলে-মেয়ে পরিবার তাকে (আইয়ুব বাচ্চু) স্বাধীনতা পদক দেওয়ার দাবি করছি। একজন মানুষ ৪০ বছরেরও বেশি সময় ধরে বাংলা সংগীতে অসামান্য অবদান রেখেছেন।'

'তার হাত ধরেই বাংলা রক ৬৮ হাজার গ্রাম-বাংলার মানুষের কাছে পৌঁছেছে। কয়েক প্রজন্ম তার হাত ধরে সামনে এগিয়ে চলেছে। তার স্ত্রী হিসেবে এটা চাইতেই পারি,' যোগ করেন চন্দনা।

Comments

The Daily Star  | English
classes resume in Dhaka University

Classes resume in DU after over 3 months

Classes and exams began around 10:00am, with students from dormitories and off-campus locations returning to participate

2h ago