‘ইয়াং স্টার’ প্রতিযোগিতায় আরও ২ বিচারক

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির আয়োজনে শুরু হতে যাচ্ছে তরুণদের সংগীত বিষয়ক রিয়েলিটি শো 'ইয়াং স্টার'। 'গলা ছেড়ে গাও' স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের বিচারক হিসেবে থাকবেন সুরকার, গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু ও সংগীতশিল্পী প্রতীক হাসান।
তবে, বিচারক হিসেবে আগে থেকেই ঘোষণা হয়েছে কণ্ঠশিল্পী পড়শীর নাম।
এ বিষয়ে ইবরার টিপু দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখছে চ্যানেলটি। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। আশাকরি, ভালো কিছু শিল্পী তুলে আনতে পারব। যারা পরবর্তীতে দেশের সংগীতাঙ্গনে অবদান রাখতে পারবে।'
প্রতীক হাসান বলেন, 'একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। আমার সংগীত জীবনে এবারই প্রথম সংগীত বিষয়ক রিয়েলিটি শো'র বিচারক হতে যাচ্ছি। আশা করি ভালো কিছু করতে পারব।'
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল রিয়েলিটি শো'টি অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর থেকে 'ইয়াং স্টার' প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। শেষ হবে আগামী ১০ অক্টোবর।
অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিস্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো একটি বাদ্যযন্ত্রের সঙ্গে গেয়ে পাঠাতে হবে।
Comments