‘জন্মদিন এলেই ছোটবেলার সেই স্মৃতি বের করে দেখি’

সামিনা চৌধুরী। ছবি: শাহরিয়ার কবির হিমেল

'পাঁচ বছর বয়সের জন্মদিনের কথা খুব মনে পড়ে। বাবা-মা সেই জন্মদিনের আয়োজন খুব বড় করে করেছিলেন। সেই স্মৃতি চোখের মধ্যে যত্নে রেখে দিয়েছি। জন্মদিন এলে ছোটবেলার সেই স্মৃতি বের করে দেখি।'

কথাগুলো বলছিলেন সংগীত শিল্পী সামিনা চৌধুরী। কিংবদন্তি সংগীত শিল্পী মাহমুদুন্নবী ও রাশিদা চৌধুরীর ঘর আলো করে ১৯৬৬ সালের ২৮ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি।

সামিনা চৌধুরী পড়াশোনা করেছেন ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। সংগীত পরিবারে বেড়ে ওঠার সুবাদে ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্য তার। ১১ বছর বয়সে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় দেশাত্মবোধক গান গেয়ে প্রথম হয়েছিলেন তিনি।

সামিনা চৌধুরী। ছবি: শাহরিয়ার কবির হিমেল

১৯৮১ সালে 'জন্ম থেকে জ্বলছি' সিনেমায় আমজাদ হোসেনের গীতরচনায় আলাউদ্দিন আলীর সুরে 'একবার যদি কেউ ভালোবাসতো' গানে প্রথম প্লেব্যাক করেন সামিনা চৌধুরী। তখন তিনি ছিলেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। এরপর থেকে টেলিভিশন, রেডিওসহ সব মাধ্যমেই গাইতে শুরু করেন।

জন্মদিনে সামিনা চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই সময়ে জন্মদিনের আয়োজন করতে না চাইলেও কিছু প্রিয় মানুষ বাসায় আসেন। একটু রান্নাবান্না করি, নিজেই কেক বানাই। পরিবারের সবাইকে নিয়ে কেক কাটি, এই তো।'

তিনি আরও বলেন, 'জন্মদিনে চেষ্টা করি মাকে কিছু না কিছু উপহার দিতে। আমার ছেলেও তার জন্মদিন এলে আমাকে উপহার দেয়। এটাই আমার কাছে বেশি আনন্দের মনে হয়।'

সামিনা চৌধুরীর গাওয়া চলচ্চিত্রের শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে— 'আমার বুকের মধ্যেখানে', 'আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে', 'আমার মাঝে নেই এখন আমি', 'হও যদি ওই নীল আকাশ' ইত্যাদি।

বর্তমান সময়ের কাজের বিষয়ে সামিনা চৌধুরী বলেন, 'গত চার বছর ধরে আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন গান উপহার দিয়ে আসছি শ্রোতাদের। দুবছর ধরে  ইউটিউব চ্যানেল নিয়ে বেশি সরব। গতকাল শুচিতা নাহিদ সালামের কথা ও সুরে "ছোঁয়া কী যায়" শিরোনামে একটি গান করেছি। গানটির সংগীতায়োজন করেছেন সাজ্জাদ কবীর। এই গানটি প্রকাশ করবো।'

২০০৬ সালে 'রানীকুঠির বাকী ইতিহাস' সিনেমায় 'আমার মাঝে নেই এখন আমি' গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

কাওসার আহমেদ চৌধুরী গীতরচনায় লাকী আখন্দের সুরে 'কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে' সামিনা চৌধুরীর অন্যতম শ্রোতাপ্রিয় গান। এ ছাড়াও রয়েছে 'ঐ ঝিনুক ফোঁটা সাগর বেলায়', 'এই যাদুটা সত্যি হয়ে যেতো', 'কোনো এক সুন্দরী রাতে', 'তুমি এলে পায়ে পায়ে ফুল ফোটে ফুল ঝরে', 'আমার দুই চোখে দুই নদী', 'সাত ভাই চম্পা'সহ আরও অনেক গান।

১৯৮৬ সালে 'শৈশবের দিনগুলো' শিরোনামে সামিনা চৌধুরীর প্রথম অডিও অ্যালবাম প্রকাশ পায়। গানের সুর ও সংগীত পরিচালনায় ছিলেন নকীব খান।

চলচ্চিত্র ও আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্র সংগীতেও মুগ্ধতা ছড়িয়েছেন সামিনা চৌধুরী।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

5h ago