‘দাদা, আপনাকে সবাই মিস করবে’

বাপ্পী লাহিড়ী। ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীর মৃত্যুর সংবাদে রাজনীতি, চলচ্চিত্র, সংগীত ও ক্রীড়াসহ সকল মহলে নেমে এসেছে শোকের ছায়া।

আজ বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন বাপ্পী লাহিড়ী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় বলেন, 'শ্রী বাপ্পী লাহিড়ীজির সঙ্গীত ছিল সর্বজনবিদিত এবং তা সুন্দরভাবে বিভিন্ন ধরণের আবেগকে প্রকাশ করতো। বিভিন্ন প্রজন্মের মানুষ তার সঙ্গীতের সঙ্গে একাত্ম বোধ করতেন। তার প্রাণবন্ত উপস্থাপন সবাই মিস করবেন। আমি তার প্রয়াণে দুঃখ ভারাক্রান্ত। তার পরিবার ও ভক্তদের সান্ত্বনা জানাই। ওম শান্তি।'

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাপ্পী লাহিড়ীকে নিয়ে ২টি টুইটার বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, 'কালজয়ী গায়ক ও গীতিকার বাপ্পী লাহিড়ীর অকাল প্রয়াণের সংবাদ শুনে আমি স্তম্ভিত। আমাদের উত্তরবঙ্গের ছেলে হিসেবে তিনি তার অসামান্য প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সারা ভারতে জনপ্রিয়তা ও সাফল্য লাভ করেন এবং সঙ্গীতে তার অবদানের জন্য আমাদেরকে গর্বিত করেন।'

২য় বার্তায় তিনি লিখেছেন, 'আমরা তাকে রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার "বঙ্গবিভূষণ" দিয়েছি এবং তার প্রতিভাকে স্মরণ করতে থাকবো। শ্রদ্ধা ও সমবেদনা জানাই।'

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ টুইটারে লিখেছেন, কালজয়ী গায়ক ও গীতিকার বাপ্পী লাহিড়ীজির প্রয়াণের সংবাদে বেদনার্ত হয়েছি। তার মৃত্যুতে ভারতের সঙ্গীত জগতে বড় এক শূন্যস্থানের সৃষ্টি হয়েছে। বাপ্পীদার নানামুখী গায়কী প্রতিভা ও প্রাণবন্ত প্রকৃতির জন্য তাকে সবাই স্মরণ করবেন। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।

চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত টুইটে জানান, 'বাপ্পী লাহিড়ীজির মৃত্যু সংবাদ শুনে স্তম্ভিত হয়েছি। আমার বিশ্বাস হচ্ছে না আমার নিকটতম প্রতিবেশী আর নেই। আপনার সঙ্গীত সব সময় আমাদের হৃদয়ে থাকবে। ওম শান্তি।'

ফিল্ম অ্যানালিস্ট তারান আদার্শ টুইটারে লিখেছেন, কালজয়ী গায়ক-গীতিকার বাপ্পী লাহিড়ীর মৃত্যু সংবাদ পেয়ে আমি স্তম্ভিত ও দুঃখিত হয়েছি। তার পরিবারকে গভীর সমবেদনা জানাই।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vidya Balan (@balanvidya)

বলিউডের খ্যাতিমান অভিনেত্রী বিদ্যা বালান ইন্সটাগ্রামে লিখেছেন, 'বাপ্পীদা, আপনি যেখানেই যান না কেনো, আশা করি আনন্দে থাকবেন, কারণ সেটাই (আনন্দ) আপনি আপনার সংগীত ও ব্যক্তিত্বের মাধ্যমে সারা দুনিয়াকে এনে দিয়েছেন। ভালোবাসা সবসময়, বিড্ডা (আপনি আমাকে ভালোবেসে যে নামে ডাকতেন)।'

বলিউডের জ্যেষ্ঠ অভিনেতা অক্ষয় কুমার টুইটার বার্তায় লিখেছেন, 'আজ আমরা সঙ্গীতাঙ্গনের আরেক নক্ষত্রকে হারিয়েছি। বাপ্পীদা, আপনার কণ্ঠ লাখো মানুষকে নাচতে উদ্বুদ্ধ করেছে, যার মাঝে আমিও একজন। সঙ্গীতের মাধ্যমে সবার জন্য যে আনন্দ এনে দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার পরিবারের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাই। ওম শান্তি।'

বলিউডের অভিনেত্রী রাভিনা ট্যান্ডন টুইটারে লিখেছেন, 'আপনার গান শুনে বড় হয়েছি। বাপ্পীদা, আপনার নিজস্ব স্টাইল ছিল এবং আপনি ছিলে সদা হাস্যমান। আপনার সঙ্গীত চিরজীবন বাজতে থাকবে।'

বলিউডের অভিজ্ঞ অভিনেতা অজয় দেবগন টুইট করে শোক প্রকাশ করেন। তিনি বলেন, 'বাপ্পী দা খুবই স্নেহময় একজন মানুষ ছিলেন। কিন্তু তার সঙ্গীত বেশ ভিন্ন ধারার ছিল। তিনি চালতে চালতে, সুরক্ষা ও ডিসকো ড্যান্সার গানের মাধ্যমে হিন্দী সিনেমার সঙ্গীতে আধুনিক স্টাইল নিয়ে এসেছিলেন। দাদা, আপনাকে সবাই মিস করবে।'

সাবেক রাজনীতিবিদ ও দক্ষিণ ভারতের অভিনেতা চিরঞ্জীবী টুইটারে বাপ্পী লাহিড়ীর সঙ্গে তার একটি ছবি শেয়ার করেন এবং লেখেন, 'কালজয়ী সঙ্গীত পরিচালক ও গায়ক বাপ্পী লাহিড়ীর প্রয়াণে আমি গভীরভাবে শোকাভিভূত। বাপ্পীদার সঙ্গে আমার খুব ভালো কাজের সম্পর্ক ছিল। তিনি আমার জন্য অনেক রেকর্ড সৃষ্টিকারী গান গেয়েছেন, যেগুলো আমার সিনেমার জনপ্রিয়তার পেছনে বড় নিয়ামক ছিল। আমরা সবসময় তার অনন্য গায়কী ও জীবনের প্রতি প্রবল উৎসাহের জন্য তাকে মনে রাখবো, যা তার সঙ্গীতে প্রতিফলিত হতো। তার সব প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।'

প্রখ্যাত গায়ক আদনান সামি টুইটার বার্তায় জানান, 'তিনি ছিলেন ভারতের প্রথম "রক স্টার"। তিনি ভালবাসা ও বদান্যতায় পরিপূর্ণ একজন মানুষ ছিলেন। তাকে আমরা গভীরভাবে মিস করবো।'

এরপর তিনি তার একটি গানের উদ্ধৃতি দিয়ে বলেন, 'চালতে চালতে, মেরে ইয়ে গিত ইয়াদ রাখনা। কাভি আলভিদা না কেহনা (পথ চলতে চলতে আমার এই গান মনে রাখবেন। কখনো বিদায় বলবেন না) এবং শেষে লেখেন 'আপনার আত্মা শান্তি পাক, প্রিয় বাপ্পী দা।'

 

বলিউডের প্রখ্যাত গায়ক শান তার ইন্সটাগ্রামে লেখেন, 'আ ভি জা, আ ভি জা এক বার। ইয়াদ আ রাহা হ্যায় তেরা পেয়ার! সবচেয়ে সুদর্শন ও সবার ভালোবাসার পাত্র বাপ্পীদা! আপনাকে অনেক বেশি মিস করব।'

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন টুইটার বার্তায় লেখেন, 'বাপ্পী লাহিড়ীর মৃত্যু সংবাদ শুনে শোকাভিভূত হয়েছি। একের পর এক মহান সংগীতজ্ঞরা স্বর্গ নিবাসের পথে চলে যাচ্ছেন।'

ভিরাট কোহলি টুইটারে লেখেন, 'আপনি ভারতের সঙ্গীত জগতের একজন নক্ষত্র। বাপ্পী লাহিড়ী, আপনাকে সবাই মিস করবে। আপনার বিদেহী আত্মা শান্তি পাক।'

সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার টুইট করেন, 'আমি বাপ্পীদার সঙ্গীত খুবই উপভোগ করতাম, বিশেষ করে "ইয়াদ আ রাহা হ্যায়" গানটি। ড্রেসিং রুমে বসে অসংখ্যবার গানটি শুনেছি। তার প্রতিভা অনেক বিস্তৃত ছিল, যা প্রকৃতপক্ষে অসাধারণ একটি ব্যাপার। আপনি সবসময় আমাদের মনের মাঝে থাকবেন, বাপ্পীদা!'

Comments

The Daily Star  | English
CAAB pilot licence irregularities Bangladesh

Regulator repeatedly ignored red flags

Time after time, the internal safety department of the Civil Aviation Authority of Bangladesh uncovered irregularities in pilot licencing and raised concerns about aviation safety, only to be overridden by the civil aviation’s higher authorities.

9h ago