নতুন সুফি গান নিয়ে সাব্বির নাসির
গায়ক সাব্বির নাসির নতুন সুফি গান নিয়ে শ্রোতাদের সামনে আসলেন। 'কি নেশা' গানটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
গানটির কথা ও কম্পোজিশন করেছেন প্লাবন কোরেশী। সংগীত পরিচালনা করেছেন ঋষিকেশ রকি।
গানটি সম্পর্কে সাব্বির নাসির বলেন, 'আমার জীবনের একটি বড় অধ্যায় সুফী সাধকদের সঙ্গে কেটেছে। নুরে মোহাম্মদ (সা.)-কে নিয়ে গানটি আমার কণ্ঠে ধারণ করতে পেরে আনন্দিত। গানটি অগণিত মানুষকে স্পর্শ করবে বলে আমার বিশ্বাস।'
প্লাবন কোরেশী বলেন, 'আমার জীবনের অনেক পছন্দের একটি গান এটি। মনের মতো একটা কন্ঠ খুঁজছিলাম, যার কণ্ঠে গানটি সুর খুঁজে পাবে। সাব্বির ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে মনে হলো, তিনি সেই মানুষ। খুব ভালো গেয়েছেন গানটি।'
Comments