লতা মঙ্গেশকরের ৫ গান

উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ৯২ বছরে বয়সে থেমে গেছে এই কিংবদন্তির কর্মময় পথচলা। ভারতের নাইটিঙ্গেলখ্যাত লতার মঙ্গেশকরের কণ্ঠে অসংখ্য গান শ্রোতাদের মুগ্ধ করেছে।
তার গাওয়া অবিস্মরণীয় ৫টি গানের কিছু তথ্য জেনে নেওয়া যাক।
১. 'নাম গুম জায়েগা, চেহরা বদল জায়েগা, মেরি আওয়াজ হি পেহচান হ্যায়'- গানটি গুলজারের লেখা 'কিনারা' চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে। সিনেমাটি ১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল।
২. 'লাগ যা গালে' গানটি ১৯৬৪ সালে মুক্তি পাওয়া 'ও কৌন থি' চলচ্চিত্রের আইকনিক গান। সঙ্গীত পরিচালক মদনমোহনের সুরে তিনি গানটি গেয়েছিলেন।
৩. 'আল্লা তেরো নাম' গানটি ১৯৬১ সালে মুক্তি পাওয়া 'হাম দোনো' চলচ্চিত্রের একটি গান। গানটির সঙ্গীত পরিচালক ছিলেন জয়দেব। গানটির কথা, সুর ও গায়কীর কারণে স্মরণীয় হয়ে থাকবে।
৪. 'তুঝসে নারাজ নেহি' গানটির কথা লিখেছেন গুলজার। 'মাসুম' চলচ্চিত্রের এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আরডি বর্মণ।
৫. 'লুকাছুপি' গানটি ২০০৬ সালে মুক্তি পাওয়া 'রং দে বাসন্তী' চলচ্চিত্রের গান। গানটির সুরকার ছিলেন এ আর রহমান। সুরকারের অনুরোধ গানটি গেয়েছিলেন তিনি।
Comments