লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা স্থিতিশীল

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে। বর্তমানে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
৯২ বছর বয়সী এই কণ্ঠশিল্পীর করোনা শনাক্তের পর গত ৯ জানুয়ারি দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।
লতা মঙ্গেশকরের মুখপাত্র অনুশা শ্রীনিভসান আইয়ার এক বিবৃতিতে বলেছেন, 'লতা দি'র অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা সম্মতি দিলে তিনি বাড়িতে ফিরবেন।'
দু'দিন আগে লতা মঙ্গেশকরের অবস্থার অবনতি হচ্ছে বলে খবর প্রকাশিত হয়। কিন্তু, পরে অনুশা শ্রীনিভসান আইয়ার সেই খবরকে মিথ্যা বলে জানিয়েছিলেন।
তিনি বলেছিলেন, মিথ্যা খবর প্রচার করা বিরক্তিকর। দয়া করে মনে রাখবেন, লতা দিদির অবস্থা স্থিতিশীল। তিনি আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। দয়া করে তিনি যেন দ্রুত বাড়িতে ফিরতে পারেন সেজন্য প্রার্থনা করুন।
Comments