সুস্থ হয়ে উঠছেন বিটিএসের জিমিন

বিটিএসের জিমিন। ছবি: সংগৃহীত

কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিমিনের স্বাস্থ্য নিয়ে ভক্তরা উদ্বিগ্ন ছিলেন। তবে, ভক্তদের সুখবর দিয়েছেন ব্যান্ডটির আরেক সদস্য কিম। আজ শুক্রবার ওয়েভারসে এসে ভক্তদের আশ্বস্ত করেছেন কিম। তিনি বলেছেন, পার্ক জিমিন ভালোভাবেই সুস্থ হয়ে উঠছেন।

কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদন অনুযায়ী, ভক্তরা ওয়েভারসে প্রশ্ন করেছিলেন, জিমিন কেমন আছেন। জবাবে বিটিএসের আরেক সদস্য ভি উত্তর দিয়েছিলেন, জিমিন তাকে আজ ভিডিও কল দিয়েছেন। তিনি ভালো আছেন। খুব শিগগির হয়তো কাজে ফিরবেন।

জিমিন গত পরশু ওয়েভার্সে এসে ভক্তদের বলেছিলেন, তার অস্ত্রোপচারটি সফল হয়েছে। তিনি হাসপাতালের পোস্ট অপারেটিভ কেয়ারে সুস্থ হয়ে উঠছেন। জিমিন ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন, তিনি এখন দিনে তিনবেলা খাবার খেতে পারছেন। এ খবর বিটিএস আর্মিদের একটু হলেও চিন্তামুক্ত করেছে।
 

Comments