হোটেলের বারান্দায় রাতে ঘুমানোর গল্প বললেন কুমার বিশ্বজিৎ

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিতকে নিয়ে লেখা বই ‘এবং বিশ্বজিৎ। তার ছেলেবেলা, কৈশোর এবং সংগীত জীবন নিয়ে বইটি লেখা হয়েছে এবং এটি লিখেছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলছেন কুমার বিশ্বজিৎ। ছবি: স্টার

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিতকে নিয়ে লেখা বই 'এবং বিশ্বজিৎ। তার ছেলেবেলা, কৈশোর এবং সংগীত জীবন নিয়ে বইটি লেখা হয়েছে এবং এটি লিখেছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার।

আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে 'এবং বিশ্বজিৎ' এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কুমার বিশ্বজিৎকে নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়।

আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘এবং বিশ্বজিৎ’ এর মোড়ক উন্মোচন করা হয়। ছবি: স্টার

কুমার বিশ্বজিৎ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ আমার গানের ৪ দশককে চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। শুধু সংগীত নিয়েই থাকতে চেয়েছিলাম, সংগীত নিয়েই আছি। মৃত্যুর আগের দিন পর্যন্ত সংগীতের সঙ্গে থাকতে চাই। সংগীতের প্রতি ভালোবাসা থেকে ঢাকার একটি হোটেলের বারান্দায় রাতে ঘুমিয়েছি। হোটেলের কারো ঘুম ভাঙার আগেই আবার বের হয়ে গেছি। আজ অনেক ঘটনার কথা মনে পড়ছে।'

তিনি আরও বলেন, 'এসব কথা এই বইয়ে লেখা হয়েছে। বইটি পাঠ করে আরও এমন ঘটনার কথা জানবে পাঠক। জয় শাহরিয়ার অনেক পরিশ্রম ও যত্ন নিয়েই বইটি লিখেছেন। আমি আমার গানের গীতিকার, সুরকার, রেকর্ডিস্ট, সাংবাদিক, যারা গানের যন্ত্র বয়ে নিয়ে গেছেন তাদের কাছে কৃতজ্ঞ।'

'এবং বিশ্বজিৎ' এর লেখক জয় শাহরিয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাংলাদেশে অনেক গুণী শিল্পী আছেন। তাদের সবাইকে আমি ধারণ করতে পারব না। কিন্তু বিশ্ব দা'র গান গেয়ে বড় হয়েছি। তার সঙ্গে কাজ করারও অভিজ্ঞতা আছে। তাই আমি যেমন বিশ্ব দা'কে বুঝি, তিনিও তেমন আমার ওপর আস্থা রাখতে পেরেছেন। সবমিলিয়ে বিশ্ব দা'কে নিয়ে লেখার সুযোগ পেয়ে একটি স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। আমি দাদার কাছে অনেক কৃতজ্ঞ।'

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি ছিলেন সংগীত ঐক্য বাংলাদেশের মহাসচিব ও খ্যাতিমান গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। এ ছাড়া, আরও উপস্থিত ছিলেন কুমার বিশ্বজিত, গীতিকবি শহীদুল্লাহ্ ফরায়েজী, জয় শাহরিয়ার প্রমুখ।

'এবং বিশ্বজিৎ' প্রকাশ করেছে আজব প্রকাশ।

Comments

The Daily Star  | English

Vested groups trying to destabilise the situation: advisers

Three advisers today visited Rangamati and Khagrachhari and pointed out that vested groups were trying to destabilise the situation with a view to putting the interim government in an awkward situation

1h ago