সিনেমা মুক্তির আগের দিন করোনায় আক্রান্ত রোশান

চিত্রনায়ক রোশান। ছবি: স্টার

নিজের অভিনীত সিনেমা মুক্তির আগের দিন চিত্রনায়ক রোশানের করোনা শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে তিনি এ তথ্য জানিয়েছেন।

রোশান বলেন, 'আজ সকালে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছি। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাচ্ছি। বাসায় আইসোলেশনে আছি।'

'আগামীকাল সিনেমার শেষ দিনের প্রচারণা ও মুক্তির দিন থাকতে পারবো না ভেবে খুব মন খারাপ। যারা গত কয়েকদিন আমার সঙ্গে মিশেছেন তারা একটু সাবধানে থাকবেন।'

আগামীকাল ১ অক্টোবর ৩৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রোশান-বুবলি অভিনীত 'চোখ'। গত কয়েকদিন সিনেমাটির প্রচারণায় ছিলেন এই চিত্রনায়ক।

Comments