হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফেরদৌস ওয়াহিদ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খ্যাতিমান সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। আজ শুক্রবার ভোরে হার্ট অ্যাটাক হয় তার।
ফেরদৌস ওয়াহিদ। ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খ্যাতিমান সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। আজ শুক্রবার ভোরে হার্ট অ্যাটাক হয় তার।

পারিবারিক সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাকের পর দ্রুত তাকে রাজধানীর বারডেম হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসা শেষে তিনি বর্তমানে বারপডেমের একটি কেবিনে আছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে পারিবারিক সূত্র।

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের পরিবার সূত্রে আরও জানা যায়, ৬৯ বছর বয়সী এই পপ গায়ক কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

ফেরদৌস ওয়াহিদের সংগীত ক্যারিয়ার ৫ দশকের। অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে এমন একটা মা দে না, আমি এক পাহারাদার, মামুনিয়া, আগে যদি জানতাম, শোন ওরে ছোট্ট খোকা, আমি ঘর বাঁধিলাম ইত্যাদি।

Comments

The Daily Star  | English
  July massacre victims

Dubious cases are an injustice to July massacre victims

Legal experts opined that there should be a judicial investigation into these cases.

8h ago