অবশেষে ঢাকায় এলো অস্ট্রেলিয়া
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আলোর মুখ দেখছে অস্ট্রেলিয়া সিরিজ। গতকাল রাতে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল।
রাত ১০ টা ৫০ মিনিটের দিকে ঢাকার মাটিতে পা রাখে স্মিথ বাহিনী। এর মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছরের অপেক্ষার শেষ হল। এর আগে সর্বশেষ ২০০৬ সালে টেস্ট খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাত সাড়ে ১১টায় হোটেল র্যাডিসনে স্মিথদের নিয়ে আসা হয়। বিমানবন্দর সড়কে তাদের গাড়িবহর আসার সময় বন্ধ করে দেওয়া হয় রাস্তার যান চলাচল।
মিরপুরে প্রথম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট। আর ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামে।
Comments