অবশেষে নোবেল পুরস্কার গ্রহণ করলেন বব ডিলান

বব ডিলানই প্রথম ব্যক্তি যিনি শুধুমাত্র গান লিখে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। ছবি: এএফপি

কয়েক মাসের অনিশ্চয়তা ও বিতর্কের পর গতকাল আনন্দঘন পরিবেশে আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে বব ডিলান ২০১৬ সালের নোবেল সাহিত্য পুরস্কার গ্রহণ করেছেন বলে সুইডিশ একাডেমি জানিয়েছে।

পুরস্কার ঘোষণার পর থেকেই বব ডিলানের পুরস্কার গ্রহণ নিয়ে ব্যাপক জল্পনা ছড়ায়। এর একটি কারণ ছিলো ঘোষণার পর প্রায় একমাস এ নিয়ে কোন প্রতিক্রিয়া জানাননি তিনি। পরে কিছু গণমাধ্যমের খবরে বলা হয় স্টকহোমে একটি কনসার্টের মাধ্যমে পুরস্কার গ্রহণ করবেন তিনি। পুরস্কার নেওয়ার মধ্য দিয়ে সমস্ত অনিশ্চয়তার অবসান করলেন এই মার্কিন সঙ্গীত শিল্পী।

সুইডিশ একাডেমির স্থায়ী সচিব সারা দানিউস এক ব্লগ পোস্টে বলেছেন, “স্টকহোমে একটি ঘরোয়া অনুষ্ঠানে বব ডিলানের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে একাডেমির ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।” তবে ওই এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।

 

 

পুরস্কারের অর্থমূল্য আট মিলিয়ন ক্রোনার পেতে বব ডিলানকে ঐতিহ্যবাহী নোবেল বক্তৃতা দিতেই হবে। আগামী ১০ জুনের মধ্যে কোন ছোট বক্তব্য, গানের অনুষ্ঠান, ভিডিও বক্তব্য এমনকি একটি গানের মাধ্যমেও তিনি তার বক্তব্য উপস্থাপন করতে পারবেন। অন্যথায় পুরস্কারের অর্থমূল্য হারাতে হতে পারে তাকে।

সুইডিশ একাডেমি আশা করছে, ভিডিও বার্তার মাধ্যমে নোবেল বক্তৃতা দিবেন বব ডিলান।

বব ডিলানই প্রথম ব্যক্তি যিনি শুধুমাত্র গান লিখে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

Now