আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর নাম ঘোষণা

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২২ জন সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। ২০তম সম্মেলনের দুই দিন পর আজ মঙ্গলবার দলের ধানমন্ডি কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের নাম ঘোষণা করেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৫ অক্টোবর ২০১৬, মঙ্গলবার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও বেশ কিছু পরিবর্তন ঘোষণা করেন। ছবি: টিভি থেকে নেয়া
আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৫ অক্টোবর ২০১৬, মঙ্গলবার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও বেশ কিছু পরিবর্তন ঘোষণা করেন। ছবি: টিভি থেকে নেয়া

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২২ জন সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। ২০তম সম্মেলনের দুই দিন পর আজ মঙ্গলবার দলের ধানমন্ডি কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের নাম ঘোষণা করেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কেন্দ্রীয় নেতাদের নাম ছাড়াও বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেন ওবায়দুল কাদের।

আট জনকে সাংগঠনিক সম্পাদক বানানো হয়েছে। এখানে নতুন মুখ এসেছেন দুজন:ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট এনামুল হক শামিম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। বীর বাহাদুরকে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বাদ দেয়া হয়েছে।

আমাদের রিপোর্টার জানিয়েছেন, দলের বিভিন্ন সম্পাদক পদেও পরিবর্তন এসেছে। তবে তিন জন প্রেসিডিয়াম সদস্য ঠিক করা এখনো বাকি রয়েছে।

আগামী শুক্রবার গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারনী প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে।

Click here to read the English version of this news

Comments