পোশাকশ্রমিক হত্যা: আবারও ৩ দিনের রিমান্ডে গোলাপ

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে কারাগারে পাঠানো হয়েছে
আবদুস সোবহান মিয়া গোলাপ। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন চলাকালে পোশাকশ্রমিক রুবেল হত্যার ঘটনায় হওয়া মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে জিজ্ঞাসাবাদে আবারও তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

আদালতে কর্মরত একজন উপ-পরিদর্শক দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, পুলিশ তাকে সাত দিনের রিমান্ডে চেয়ে আদালতে হাজির করার পর আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মহানগর হাকিম মো. মেহেদী হাসান এই আদেশ দেন।

একই মামলায় গত ২৬ আগস্ট মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাপকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

গত ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২২ আগস্ট নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৭ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট আদাবর এলাকার রিং রোডে আন্দোলনরত রুবেলসহ শতাধিক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় কয়েকজন আসামি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেয়।

বিবৃতিতে বলা হয়, রুবেল গুলিবিদ্ধ হন এবং দুই দিন পর হাসপাতালে মারা যান।

এছাড়া গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন শিকদারের (৩১) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে আজ কারাগারে পাঠানো হয়েছে।

টিপু মুনশি | ফাইল ফটো

আজ সকালে টিপু মুনশিকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয়।

গত ২৯ আগস্ট নগরীর গুলিস্তান এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

২০ আগস্ট নিহতের মা মাসুমা বাদী হয়ে হাসিনাসহ ১৭৯ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

 

Comments