আকাশ থেকে পড়ল ফাইটার জেটের জ্বালানি ট্যাংক
ফাইটার বিমানের দুটি জ্বালানি ট্যাংক আকস্মিকভাবে খুলে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নীলনগর এলাকায় অপ্রত্যাশিত এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১৪-১৫ ফুট লম্বা জ্বালানি ট্যাংকগুলো পড়ার পর সেগুলো দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। এগুলো বিস্ফোরিত হতে পারে ও বিপজ্জনক বস্তু ভেবে এলাকাবাসীর মধ্যে আতঙ্কও ছড়ায়।
বাংলাদেশ বিমানবাহিনী বলেছে, জ্বালানী ট্যাংকগুলো তাদের। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লে. ক. রশিদুল হাসান গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে তারা ধারনা করছেন এগুলো ফাইটার এয়ারক্রাফট এফ-৭ এর। যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হতে পারে।
খবর পেয়ে পুলিশ জ্বালানি ট্যাংক উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে যায়।
স্থানীয় জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রৌফ ওই জায়গাটি পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, এগুলো কারও বাড়িতে পড়লে মানুষ হতাহত হতে পারত।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার জানান জ্বালানি ট্যাংকগুলো খালি অবস্থায় পাওয়া গেছে।
Comments