আটকের পর ২ হাজারের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত

rohingya refugees
একদল রোহিঙ্গা শরণার্থী সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে। ছবিটি গত ১ সেপ্টেম্বর তোলা। রয়টার্স

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে অভিযান চালিয়ে দুই হাজারের বেশি রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এদের আটকের পর ট্রলারে করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

রবিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আটকে অভিযান চালানো হয়। কক্সবাজারের জেলা প্রশাসক মো আলি হোসেনের নির্দেশে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে। আটকদের পরে ট্রলারে করে মিয়ানমারে ফেরত পাঠানো হয় বলে জেলা প্রশাসক জানিয়েছেন।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কক্সবাজারের সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।

Click here to read the English version of this news

Comments