আমি সম্পূর্ণ সুস্থ আছি: প্রধান বিচারপতি

Chief Justice Surendra Kumar Sinha
বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার আগে গত রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সাংবাদিকদের কাছে তার লিখিত বক্তব্য দিয়ে যান। ছবি: আনিসুর রহমান

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি। কিন্তু ইদানিং একটি রায় নিয়ে রাজনৈতিক মহল, আইনজীবী ও বিশেষভাবে সরকারের মাননীয় কয়েকজন মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে যেভাবে সমালোচনা করেছেন, এতে আমি সত্যিই বিব্রত।’ লিখিত বক্তব্যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন তিনি।

প্রধান বিচারপতি ক্যান্সারে ভুগছেন এমন কথা জানিয়ে এর আগে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, অসুস্থ থাকার কারণে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে এক মাসের ছুটিতে থাকার ইচ্ছা পোষণ করেছেন প্রধান বিচারপতি।

শুক্রবার রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সরকারি বাসভবন ছাড়ার সময় সাংবাদিকদের কাছে স্বাক্ষর করা একটি চিঠি দিয়ে যান। বাংলায় লেখা চিঠিতে তিনি তার বক্তব্য তুলে ধরেন। রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি।

প্রধান বিচারপতির প্যাডে লেখা সেই চিঠিতে বলা হয়েছে, ‘আমার দৃঢ় বিশ্বাস, সরকারের একটি মহল আমার রায়কে ভুল ব্যাখ্যা প্রদান করে পরিবেশন করায় মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি অভিমান করেছেন, যা অচিরেই দূরীভূত হবে বলে আমার বিশ্বাস। সেই সাথে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমি একটু শঙ্কিত বটে। কারণ, গতকাল প্রধান বিচারপতির কার্যভার পালনরত দায়িত্বরত প্রবীণতম বিচারপতির উদ্ধৃতি দিয়ে মাননীয় আইনমন্ত্রী প্রকাশ করেছেন যে, দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি অচিরেই সুপ্রিম কোর্টের প্রশাসনে পরিবর্তন আনবেন। প্রধান বিচারপতির প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি কিংবা সরকারের হস্তক্ষেপ করার কোনো রেওয়াজ নেই। তিনি শুধুমাত্র রুটিনমাফিক দৈনন্দিন কাজ করবেন। এটিই হয়ে আসছে। প্রধান বিচারপতির প্রশাসনে হস্তক্ষেপ করলে এটি সহজেই অনুমেয় যে, সরকার উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে। এবং এর দ্বারা বিচার বিভাগ ও সরকারের সম্পর্কে আরও অবনতি হবে। এটি রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে না।’

Chief Justice Surendra Kumar Sinha's Written Statement
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার লিখিত বক্তব্য

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago