আরও ৫ জেলা বন্যাক্রান্ত হওয়ার আশঙ্কা: মন্ত্রী

দেশের আরও পাঁচটি জেলা বন্যা কবলিত হওয়ার আশঙ্কায় রয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের জানিয়েছেন।
flood
জামালপুরের মেলান্দহ উপজেলা মাহমুদপুর-মেলান্দহ সড়কের ওপর দিয়ে প্রবাহিত বন্যার পানি। গত ১১ জুলাই সন্ধ্যা পর্যন্ত এ সড়কটি যান চলাচলে অনুপযোগী ছিল। ছবি: স্টার ফাইল ফটো

দেশের আরও পাঁচটি জেলা বন্যা কবলিত হওয়ার আশঙ্কায় রয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের জানিয়েছেন।

আজ সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, শরিয়তপুর এবং ভোলা জেলা নতুন করে বন্যা কবলিত হওয়ার আশঙ্কায় রয়েছে।”

এসব জেলার প্রশাসনকে এ বিষয়ে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করার নির্দেশও দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও জানান, মৌসুমি বৃষ্টি এবং উজানের পানির প্রবাহের কারণে ইতোমধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ১৩টি জেলার ৫৪টি উপজেলার সাড়ে ৬ লাখ মানুষ বন্যাক্রান্ত হয়েছেন। আক্রান্ত জেলাগুলোতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

গত ৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত বন্যাক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪,০০০ মেট্রিক টন চাল, ১ কোটি ৯০ লাখ টাকা এবং ১৮,০০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
expediency

Expediency triumphs over principle in electoral politics

It appears that all of the ruling party’s efforts revolve around the next election, not considering longer-term ramifications for the itself.

6h ago