আশুলিয়ায় গণধর্ষণের শিকার বাউলশিল্পী, আটক ২

rape
স্টার অনলাইন গ্রাফিক্স

সাভারের আশুলিয়ায় একটি গানের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে এক বাউলশিল্পীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়ালের বরাত দিয়ে আমাদের সাভার সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ থেকে আসা এই বাউলশিল্পী গণধর্ষণের শিকার হয়ে গতকাল থানায় ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় আজ (১১ আগস্ট) দুজনকে আটক করা হয়েছে।

তাঁকে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

ধর্ষিতার বরাত দিয়ে ওসি ‘দ্য ডেইলি স্টারকে বলেন, “এই বাউলশিল্পীকে আশুলিয়ার একটি রেস্ট হাউজে গানের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান অপর একজন নারী শিল্পী। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর ১০-১২ জন ব্যক্তি তাঁকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে।”

অন্যান্য অপরাধীদেরকেও আটকের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

Comments

The Daily Star  | English

50% of bank directors to be independent

The interim government is set to amend the Bank Company Act by reducing the board members from a single family, the BB governor tells The Daily Star

12h ago