ইতিহাসে কোহলি
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি নাম লেখালেন ইতিহাসের পাতায়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি পর পর চারটি সিরিজে দ্বিশতক করে রান করেছেন।
কোহলি আজ শুক্রবার ভারতের হায়দরাবাদে সফরকারী বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটির দ্বিতীয় দিনে ২০৪ রান করে সৃষ্টি করলেন এক সোনালী অধ্যায়। তিনি ম্লান করে দিলেন ডন ব্রাডম্যান এবং রাহুল দ্রাবিড়ের কৃতিত্ব।
ভারতের অধিনায়ক যখন তাজুল ইসলামের বলে এলবিডব্লু হয়ে সাজ ঘরে ফিরে যান তখন দলীয় স্কোর ১২৫.১ ওভারে ৪৯৫/৫।
ডান-হাতি কোহলি ২০৪ রান করতে খেলেছেন ২৪৬ বল। এর মধ্যে ২৪টি বাউন্ডারি ছিল।
Comments