ইনজুরিতে মাশরাফি: মাঠের বাইরে থাকতে হবে ৪-৬ সপ্তাহ

হোটেলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ও ওডিআই দলের ক্যাপ্টেন মাশরাফি। ছবি: আল আমিন

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশ দলের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার ডান হাতের বুড়ো আঙ্গুল ভেঙে গেছে।

বাংলাদেশ দলের ফিজিও ডিন কনওয়ে জানান, ম্যাচ শেষ হওয়ার পর মাশরাফির হাতে এক্স-রে করানো হয়। রিপোর্টে দেখা যায় মাশরাফির ডান মেটাকারপাল ভেঙে গেছে। সেরে উঠতে তার চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

ম্যাচের প্রথম ইনিংসের ১৮তম ওভারে কোরি অ্যান্ডারসনের একটি স্ট্রেইট ড্রাইভ ঠেকাতে গিয়ে এই ঘটনা ঘটে। সে সময় নিজের চতুর্থ ওভারের বল করছিলেন তিনি। ওভারের পরের চারটি বল করেন মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশ ইনিংসের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালও ফিল্ড করার সময় আঙুলে চোট পান। ম্যাচ শেষে তার বাম হাতের বুড়ো আঙুলের এক্স-রে করা হয়। তবে এক্স-রে রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি।

টেস্ট দলের সদস্য না হওয়ায় মাশরাফির দেশে ফিরে আসার কথা রয়েছে। আগামী মার্চে দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাবেন তিনি।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

4h ago