উত্তরায় ৩টি ভবনে আগুন, ২ লাশ উদ্ধার
রাজধানীর উত্তরায় আগুন লাগা তিনটি ভবনের একটি থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরের দিকে ভবনগুলোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার ফাইটাররা লাশ উদ্ধার করেছে।
নিহত দুজনের মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মাহমুদুল হক জানান, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর দেবাশীষ বর্ধন ইউএনবিকে জানান, আজ ভোর ৫টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরে সিশেল চাইনিজ রেস্টুরেন্টের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে পাশের সিশেল রেসিডেন্স গ্লোবাল লিভিং এন্ড কুইজিন ও একে টাওয়ারের একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে।
দেবাশীষ বর্ধনকে প্রধান করে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ১৫ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আগুনে ভবনের নিচতলা ও দোতলায় থাকা একুশে সুইট এন্ড বেকারি ও আইসিবি ইসলামি ব্যাংক লিমিটেডের একটি শাখাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
Comments