উপেক্ষার জবাবে আবারও নাঈমের সেঞ্চুরি
আগের দিনই আয়ারল্যান্ড সিরিজের ‘এ’ দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন নাদীফ চৌধুরী। জাতীয় লিগের সেঞ্চুরিতেই নাকি ডাক পড়ে তার। ওদিকে জাতীয় লিগেই একের পর এক সেঞ্চুরি করে ডাক পড়েনি নাঈম ইসলামের। জাতীয় লিগে আবারও এক সেঞ্চুরি করে সেই উপেক্ষার জবাব দিলেন জাতীয় দলের বাইরে থাকা এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
সেঞ্চুরির পাশাপাশি প্রথম শ্রেণীতে নাঈম ছুঁয়েছেন সাত হাজার রান। বাংলাদেশের মধ্যে এর আগে তুষার ইমরান, অলক কাপালি, রাজিন সালেহ, ফরহাদ হোসেন, মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীস পৌঁছেছিলেন এই মাইলফলকে।
এবারের লিগে নাঈমের এটি দ্বিতীয় সেঞ্চুরি। গেল মৌসুমে বিসিএলেও করেছিলেন চারটি সেঞ্চুরি। এত এত রান করার পরও জাতীয় নির্বাচকদের মন কাড়তে পারছেন না এক সময় জাতীয় দলের নিয়মিত এই ব্যাটসম্যান।
Comments