৫৩২ কলেজে শতভাগ পাশ

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের ৫৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে যত জন পরীক্ষা দিয়েছে তারা সবাই উত্তীর্ণ হয়েছে।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের ৫৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে যত জন পরীক্ষা দিয়েছে তারা সবাই উত্তীর্ণ হয়েছে।

তবে এবছর শতভাগ পাশের প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের তুলনায় কমেছে। গত বছর ৮৪৮টি প্রতিষ্ঠনের সবাই পাশ করেছিল। সে তুলনা এবার শতভাগ পাশের প্রতিষ্ঠান সংখ্যা ৩১৬ কমে গেছে।

এ বছর সারা দেশে ৮,৭৭১ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১২ লাখ পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৬৮.৯১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এই হার গত বছরের তুলনায় ৫ দশমিক ৭৯ শতাংশ কম। আর সর্বোচ্চ ফল জিপিএ ৫ পেয়েছে ৩৭,৭২৬ জন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Is Awami League heading towards a Pyrrhic victory

Column by Mahfuz Anam: Is Awami League heading towards a Pyrrhic victory?

With values destroyed, laws abused, institutions politicised, and corruption having become the norm, will victory by worthwhile for the Awami League?

8h ago