‘এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী কাদের’

জাতীয় পার্টির (জেপি) সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের খান এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী বলে বুধবার দাবি করেছে পুলিশ। ছবি: প্রথম আলোর সৌজন্যে

গাইবান্ধা-১ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী জাতীয় পার্টির (জেপি) সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের খান বলে আজ পুলিশ দাবি করেছে।

পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আব্দুল কাদের খান এক বছর ধরে লিটন হত্যার পরিকল্পনা করেছিলেন। গাইবান্ধায় পুলিশ সুপারের কার্যালয়ে এই প্রেস ব্রিফিং করা হয়।

এমপি লিটনের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জেপির এই সাবেক সংসদ সদস্যকে গতকাল বগুড়া থেকে গ্রেফতার করা হয়।

লিটনের হত্যাকারীদের সনাক্ত করা হয়েছে, পুলিশ প্রধান এমন কথা জানানোর এক দিনের মাথায় কাদেরকে গ্রেফতার করা হয়।

গতকাল বগুড়া পুলিশের সহায়তায় গাইবান্ধা পুলিশের একটি দল গতকাল বিকাল ৫টার দিকে কাদেরকে তার রহমান নগরের বাড়ি/ক্লিনিক থেকে গ্রেফতার করে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

54m ago